×

খেলা

শ্রীলঙ্কাকে ১৬৪ রানের টার্গেট নামিবিয়ার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২২, ১১:৩৭ এএম

শ্রীলঙ্কাকে ১৬৪ রানের টার্গেট নামিবিয়ার

ছবি: ক্রিক ইনফো

টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসরের সুপার টুয়েলভে ওঠার লড়াইয়ে প্রথম পর্বের ম্যাচে মাঠে নেমে শ্রীলঙ্কাকে ১৬৪ রানের টার্গেট দিয়েছে নামিবিয়া। এর আগে টসে লঙ্কান অধিনায়ক টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন।

অস্ট্রেলিয়ার জিলংয়ে টসে হেরে আগে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৬৩ রান তোলে জেরহার্ড এরাসমাসের দল।

ব্যাট করতে নেমে শুরুতে কয়েকটি উইকেট হারালেও শেষের দিকে দারুণভাবে ঘুরে দাঁড়ায় আফ্রিকান দেশ নামিবিয়া। মাঝারি মানের ৪/৫টি ইনিংসেই ৬ উইকেট হারিয়ে ১৬৩ রানের সংগ্রহ পেয়ে যায় তারা।

লঙ্কান বোলিংয়ের সামনে আগ্রাসী ব্যাট করার চেষ্টা করেন নামিবিয়ানরা। অভিজ্ঞ লঙ্কান ক্রিকেটাররা তাদের স্কোর করার পথ রূদ্ধ করে দেয়ার পাশাপাশি দ্রুত উইকেটও তুলে নিতে শুরু করে। ইনিংসের দ্বিতীয় ওভারেই শ্রীলঙ্কাকে ব্রেক থ্রু এনে দিলেন দুষ্মন্তে চামিরা।

৬ বলে ৩ রান করে প্রমোদ মধুশানের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান মাইকেল ফন লিংগেন। ১৬ রানের মাথায় পড়ে দ্বিতীয় উইকেট। নিয়মিত বিরতিতে উইকেট পড়তে শুরু করে নামিবিয়ার। ৫ম ওভারে গিয়ে তাদের তৃতীয় উইকেটের পতন ঘটান চামিকা করুনারত্নে।

তবে নিকোল লফটি ইটনের এই উইকেটটি নেয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি অবদান উইকেটরক্ষক কুশল মেন্ডিসের। বাঁ-হাতে অসাধারণ একটি ক্যাচ ধরেন তিনি উইকেটের পেছনে ঝাঁপিয়ে পড়ে।

১২ বলে ২০ রান করে আউট হন নিকোল লফটি ইটন। ১টি বাউন্ডারির সঙ্গে ২টি ছক্কার মারও ছিল তার ব্যাটে। এরপরই ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দেন স্টিফেন বার্ড এবং গেরহার্ড এরাসমাস। ২৪ বলে ২৬ রান করেন তিনি। এরাসমাস করেন ২৪ বলে ২০ রান।

ইয়ান ফ্রাইলিংক ছিলেন একটু মারমুখি। ২৮ বল খেলে তিনি করেন ৪৪ রান। শেষ মুহূর্তে ১৬ বলে ঝড়ো ৩১ রানে অপরাজিত ইনিংস খেলেন জেজে স্মিট। লঙ্কানদের হয়ে ২টি উইকেট নেন প্রমোদ মধুশান। ১টি করে উইকেট নেন মহেশ থিকসানা, দুষ্মন্তে চামিরা, চামিকা করুনারত্নে এবং ওয়ানিদু হাসারাঙ্গা।

নামিবিয়া স্কোয়াড

স্টেফান বার্ড, ডেভিড উইজ, জেরহার্ড এরাসমাস (অধিনায়ক), জ্যান নিকোল লফটি-ইটন, জেজে স্মিট, জ্যান ফ্রাইলিঙ্ক, জেন গ্রিন (উইকেটকিপার), ডিভান লা কক, মাইকেল ফন লিঙ্গেন, বার্নার্ড স্কল্টজ, বেন শিকোঙ্গো।

শ্রীলঙ্কা স্কোয়াড

পাথুম নিশানকা, কুমল মেন্ডিস (উইকেটকিপার), ধনঞ্জয়া ডি সিলভা, দানুশকা গুনাথিলাকা, ভানুকা রাজাপাকসা, দাসুন শানাকা (অধিনায়ক), ওয়ানিন্দু হাসারাঙ্গা, চামিকা করুণারত্নে, দুষ্মন্ত চামিরা, দিলশান মাদুশানকা, মাহিশ ঠিকশানা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App