×

খেলা

ত্রিদেশীয় সিরিজ থেকে শূন্য হাতে বিদায় টাইগারদের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২২, ১০:১৫ এএম

ত্রিদেশীয় সিরিজ থেকে শূন্য হাতে বিদায় টাইগারদের

ফাইল ছবি

ত্রিদেশীয় সিরিজের প্রথমে ম্যাচে পাকিস্তানের বিপক্ষে হারে বাংলাদেশ। এরপর স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে দুই হারের পর গতকাল বাবর আজমদের বিপক্ষে পুনরায় হেরেছে সাকিব বাহিনী। ফলে কোনো জয় ছাড়াই শূন্য হাতে ত্রিদেশীয় সিরিজ থেকে বিদায় নিয়েছে লাল-সবুজের জার্সিধারীরা।

ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে গতকাল আগে ব্যাটিং করে ৬ উইকেটে ১৭৩ রান তোলে টাইগাররা। জবাবে শেষ ওভারে রোমাঞ্চ ছড়ানোর পরও পাকিস্তান ৭ উইকেটে অনায়াসে জয় তুলে নেয়। এর আগে টস জিতে ব্যাট করতে নেমে প্রথম ওভারে ৬ বল খেলে কোনো রান নিতে পারেননি নাজমুল হোসেন শান্ত। দলীয় ৭ রানে প্রথম উইকেটের পতন হয় বাংলাদেশের। নাসিম শাহর বলে শাদাব খানকে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেন তিনি। দ্বিতীয় উইকেটে জুটি গড়ার চেষ্টা করেছেন শান্ত-লিটন। শেষ পর্যন্ত চরম ব্যর্থতার পরিচয় দেন শান্ত। দলীয় ৪১ এবং ব্যক্তিগত ১২ রানে আউট হন তিনি। তৃতীয় উইকেটে লিটন দাস ও সাকিব আল হাসান দলের হাল ধরেন। তাদের ৮৮ রানের জুটি গড়ে দেয় বড় সংগ্রহের ভিত। কিন্তু তাদের বিদায়ের পর ছন্নছাড়া দল। লিটন ৪২ বলে ৬৯ রান করেন ৬ চার ও ২ ছক্কায়। সাকিব সমান বলে ৬৮ রান করেছেন ৭ চার ও ৩ ছক্কায়। শেষ পর্যন্ত ১৭৩ রানে থামে বাংলাদেশের ইনিংস।

পাকিস্তানের বোলারদের হয়ে দুইটি করে উইকেট নেন নাসিম শাহ ও মোহাম্মদ ওয়াশিম জুনিয়র।

১৭৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তান শুরুর দুই ওভারে তোলে ৬ রান। তবে তৃতীয় ওভারে শরিফুল ইসলামকে চার মেরে হাত খোলেন মোহাম্মদ রিজওয়ান। তাসকিনের পরের ওভারে বাবরও চার মেরে গা ঝাড়া দিয়ে ওঠেন। দশ ওভার শেষে পাকিস্তান তুলে ফেলে ৭৩ রান। ১১তম ওভারে রিজওয়ান ক্যাচ তুলে দিয়েছিলেন ফাইন লেগে, তবে সাইফউদ্দিন সেটা তালুবন্দি করতে ব্যর্থ হন। ১০১ রানে দ্বিতীয় উইকেট খোয়ায় পাকিস্তান। সে সময় পাকিস্তানের হাল ধরেন পাকিস্তান ওপেনার রিজওয়ান আর চারে নামা মোহাম্মদ নওয়াজ। তাদের ঝোড়ো ৬৪ রানের জুটি ভাঙে ইনিংসের ১৯তম ওভারে। সৌম্য সরকার সে ওভারে ৬ রান দিয়ে ম্যাচটা জেতার একটা সম্ভাবনা তৈরি করেন বাংলাদেশের জন্য। তবে শেষ ওভারে সাইফউদ্দিনের করা একের পর এক শর্ট বলে সে সম্ভাবনাটা মিলিয়ে যায়। সে ওভারে পাঁচ বলে তিনি দেন ১১ রান, ৩.৫ ওভার করে তিনি সর্বমোট দেন ৫৩ রান। পাকিস্তান এক বল হাতে রেখে ৭ উইকেটের জয় তুলে নেয়।

ফলাফল চিন্তা করলে নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে মিলেছে শুধুই হতাশা। চার ম্যাচের একটিতেও মেলেনি জয়। তবে বিশ্বকাপকে সামনে রেখে যে প্রস্তুতির জন্য সিরিজটি খেলেছে বাংলাদেশ, সেই চাহিদার পুরোটাই মিটেছে বলে জানিয়েছেন অধিনায়ক সাকিব আল হাসান। তার মতে, ‘হ্যাঁ এটি (নিউজিল্যান্ডে জেতা) কঠিন। তবে আমরা আমাদের সেরা ক্রিকেট খেলেছি। হয়তো আর কিছু রান বেশি করতে পারতাম। শেষ ওভারে আমরা মাত্র ৩ রান করেছি। শেষের ব্যাটসম্যানের কাছ থেকে দলের আশা ছিল ১০-১৫ রানের। তবে এমন হতেই পারে।’

মাঝের ওভারের সমস্যা কাটিয়ে ওঠাকে বড় ইতিবাচক দিক হিসেবে উল্লেখ করে এবার বিশ্বকাপে নিজেদের মেলে ধরার তাগিদ দেন সাকিব, ‘আমি নেতিবাচক দিকগুলো উল্লেখ করতে চাচ্ছি না। আমার মতে, মাঝের ওভারে আমরা দারুণ খেলেছি। এই জায়গায় আমরা পিছিয়ে ছিলাম। তো এটি একটি ইতিবাচক দিক। এই সিরিজ থেকে যেমন প্রস্তুতি চাচ্ছিলাম আমরা সেটা পেয়েছি। এখন আমাদের দায়িত্ব হলো বিশ্বকাপে নিজেদের মেলে ধরে দেশের জন্য ভালো কিছু করা।’

এদিকে সিরিজে সব ম্যাচে হারের মুখ দেখলেও আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে সাকিবের দল বিশেষ কিছু করবে বলে বিশ্বাস মুশফিকুর রহিমের, ‘আমাদের অধিনায়কের ফের দুর্দান্ত নক, তারপর ক্লাসি লিটন। যদিও আমরা ম্যাচটা হেরেছি কিন্তু ইনশাআল্লাহ আমরা উন্নতি করছি এবং সঠিক সময়ে বাছাই করছি। এখন শুধু তিনটা বিভাগে এক সঙ্গে ভালো করতে হবে। আমরা বিশেষ কিছু করব আসন্ন বিশ্বকাপে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App