×

খেলা

বিশ্বকাপে ১৬ দলের সেরা সাফল্য

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২২, ১১:১৮ এএম

বিশ্বকাপে ১৬ দলের সেরা সাফল্য

ফাইল ছবি

আগামী ১৬ অক্টোবর অস্ট্রেলিয়ায় পর্দা উঠছে টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসরের। এবারের আসরে অংশগ্রহণ করবে ১৬টি দল। বিশ্বকাপে অংশগ্রহণকারী ১৬ দলের সেরা সাফল্য নিয়ে আমাদের এবারের আয়োজন-

অস্ট্রেলিয়া বিশ্বকাপের সবগুলো আসরে অংশগ্রহণ করেছে দেশটি। এবার অজিরা খেলবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে। গত সাতবারের আসরে অস্ট্রেলিয়ার সেরা সাফল্য হলো ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের আসরের শিরোপা জয়।

শ্রীলঙ্কা টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রতিটি টুর্নামেন্টেই খেলেছে শ্রীলঙ্কা। লঙ্কানদের সেরা সাফল্যটি আসে ২০১৪ সালের আসরে। সেবার ভারতকে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা ঘরে তোলে তারা।

ওয়েস্ট ইন্ডিজ শ্রীলঙ্কার মতো ওয়েস্ট ইন্ডিজও টি-টোয়েন্টি বিশ্বকাপের সাতটি আসরে খেলেছে। এ প্রতিযোগিতায় ২০১২ সালের আসরে শ্রীলঙ্কাকে ও ২০১৬ সালে ইংল্যান্ডকে হারিয়ে তারা দুবার চ্যাম্পিয়ন হয়।

বাংলাদেশ টাইগাররা এখন পর্যন্ত সব আসরেই অংশ নিয়েছে। সাত আসরে তাদের সেরা সাফল্য দ্বিতীয় পর্ব।

ইংল্যান্ড ইংলিশরা সাত আসরের মধ্যে ২০১০ সালের আসরে চ্যাম্পিয়ন হয়। সেবার তারা ফাইনালে জয় পায় অস্ট্রেলিয়ার বিপক্ষে।

নিউজিল্যান্ড ২০২১ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের গত আসরে রানার্সআপ হয় নিউজিল্যান্ড। সেবার অস্ট্রেলিয়ার কাছে হারে কিউইরা। সাত আসরে এটাই তাদের সর্বোচ্চ অর্জন।

ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরেই চ্যাম্পিয়ন হয় ভারত। দক্ষিণ আফ্রিকার মাটিতে তারা হারায় পাকিস্তানকে।

দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার সেরা অর্জন দুবার সেমিফাইনালিস্ট হওয়া।

পাকিস্তান পাকিস্তান ২০০৯ সালের আসরে চ্যাম্পিয়ন হয়।

আফগানিস্তান

আফগানরা টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেছে চারবার। ২০১৬ সালের আসরে তারা অংশ নিয়েছে সেরা দশে। যেখানে চার ম্যাচের মধ্যে মাত্র একটিতে জয় পায় তারা।

জিম্বাবুয়ে পাঁচ আসরে জিম্বাবুয়ের সেরা সাফল্য গ্রুপপর্ব।

নামিবিয়া নামিবিয়া ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবার অংশগ্রহণ করে। প্রথম আসরেই তারা সুপার টোয়েলভে খেলার কৃতিত্ব দেখায়। সুপার টোয়েলভের পাঁচ ম্যাচে মাত্র একটি জয় পায় তারা।

স্কটল্যান্ড টি-টোয়েন্টি বিশ্বকাপের যাত্রা শুরু ২০০৭ সালে। প্রথম আসরেই স্কটল্যান্ড অংশগ্রহণ করে। তাদের সেরা সাফল্যটি আসে গত বিশ্বকাপে। প্রথম রাউন্ডে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে তারা অংশ নেয় সুপার টোয়েলভে। যদিও সেখানে কোনো জয় পায়নি তারা।

আয়ারল্যান্ড এখন পর্যন্ত ছয়বার টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলে আয়ারল্যান্ডের সেরা সাফল্য সুপার টোয়েলভে অংশগ্রহণ।

নেদারল্যান্ডস চারবার অংশগ্রহণ করে নেদারল্যান্ডসের সেরা সাফল্য সুপার টোয়েলভ।

সংযুক্ত আরব আমিরাত সংযুক্ত আরব আমিরাত এখন পর্যন্ত দুবার টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেছে। যেখানে গ্রুপপর্বই তাদের সেরা সাফল্য হয়ে আছে।

– আছিয়া রেমিজা

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App