×

খেলা

লিটন-সাকিবের ব্যাটে চ্যালেঞ্জিং সংগ্রহ বাংলাদেশের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২২, ১০:১২ এএম

লিটন-সাকিবের ব্যাটে চ্যালেঞ্জিং সংগ্রহ বাংলাদেশের

লিটন আর সাকিবের জোড়া ফিফটিতে ভর করে পাকিস্তানের বিপক্ষে ৬ উইকেটে ১৭৩ রানের সংগ্রহ দাঁড় করিয়েছে টাইগাররা।

ক্রাইস্টচার্চে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানকে ১৭৪ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ। সাকিব-লিটনের ব্যাটে ৬ উইকেটে ১৭৩ রানের সংগ্রহ দাঁড় করিয়েছে টাইগাররা।

টস জিতে ব্যাট করতে এসে নয় বল খেলে ষষ্ঠ ওভারে ওয়াসিমের বলে উইকেটকিপার রিজওয়ানকে ক্যাচ দেন নাজমুল। ১৫ বলে ১২ রানে ফিরলেন এই ওপেনার। সৌম্য সরকার কলেন চার রান।

এরপর তৃতীয় উইকেট জুটিতে দলনেতা সাকিবকে নিয়ে দুর্দান্ত ব্যাট করেন ওপেনার লিটন। দুজন মিলে মাত্র ৫৫ বলে গড়েন ৮৮ রানের জুটি। তাতেই বড় সংগ্রহের ভিত পেয়ে যায় দল। ব্যক্তিগত অর্ধশতক পূরণের পর ৬৯ রানে আউট হয়েছেন লিটন। মাত্র ৪২ বলে খেলা তার এই ইনিংসটি ছয়টি চার ও দুটি ছয়ে সাজানো।

লিটনের দেখানো পথে হাঁটেন অলরাউন্ডার সাকিব আল হাসান। সাকিব ফেরেন ৬৮ রান করে। তিন ছক্কা ও সাত চারে সাজানো ছিল সাকিবের এই ইনিংস।

এছাড়া এক রানে ইয়াসির আরি রাব্বি, ১১ রানে আফিফ হোসেন আউট হন। আর দুই রানে সোহান ও একরানে সাইফউদ্দিন অপরাজিত থাকেন। এতে নির্ধারিত ২০ ওভারে ছয় উইকেটে ১৭৩ রান তোলে বাংলাদেশ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App