×

খেলা

সবার ওপরে রোনালদো

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ অক্টোবর ২০২২, ০৯:৩৯ এএম

সবার ওপরে রোনালদো

ফাইল ছবি

ক্লাব ফুটবলের ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে ৭০০ গোলের মাইলফলক স্পর্শ করেছেন পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। ৩৭ বছর বয়সি রোনালদো এ মাইলফলক ছুঁয়েছেন ৯৪৫ ম্যাচে। ৬৯১ গোল নিয়ে তার পরে আছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি।

২০০২-০৩ মৌসুমে রোনালদো তার প্রথম গোলটি করেছিলেন স্পোর্টিং লিসবনের হয়ে। সেই গোলের ২০ বছর ২ দিন পর পৌঁছে যান সাতশর ঠিকানায়। তার এ ৭০০ গোলের ৫টি লিসবনের জার্সিতে। রিয়াল মাদ্রিদের হয়ে ৪৩৮ ম্যাচে করেন ৪৫০ গোল। জুভেন্টাসের হয়ে ১৩৪ ম্যাচে করেন ১০১ গোল। বাকি ১৪৪টি গোল করেন ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে। যার মধ্যে প্রথমবার ২৯৮ ম্যাচে ১১৮ গোল ও দ্বিতীয়বার ৪৮ ম্যাচে ২৬ গোল করেন।

প্রিমিয়ার লিগে গত রবিবার এভারটনের বিপক্ষে ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যাচে ধরা দেয় রোনালদোর এই অর্জন। ম্যাচে তখন ১-১ গোলে সমতা। মার্টিয়ালের বদলি হয়ে নামা রোনালদো ৪৪তম মিনিটে দলকে এনে দেন লিড। প্রতিআক্রমণে উঠে বল টেনে নিয়ে রোনালদোকে খুঁজে নেন কাসেমিরো। গোলরক্ষককে বোকা বানিয়ে দুর্দান্ত এক শটে লক্ষ্যভেদ করেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার।

এবারের প্রিমিয়ার লিগে সাত ম্যাচে রোনালদোর প্রথম গোল এটি। এছাড়া চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ইউনাইটেডের জার্সিতে ১০ ম্যাচে এটি তার দ্বিতীয় গোল। রোনালদোর এই রেকর্ডের পর তার সতীর্থ ব্রুনো ফের্নান্দেস বলেন, ‘রোনালদোর গোলের হিসাব রাখা কঠিন কাজ। কারণ মনে হয় প্রত্যেক সপ্তাহে সে নতুন রেকর্ড গড়তে যাচ্ছে।’

তিনি আরও বলেন, ‘আমি সত্যিই খুশি। কারণ এই গোলটির জন্য কঠোর কাজ করেছে সে। সে গোল পেলো এবং জয়ও এবং এটাই তার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দল জিতেছে।’

রোনালদোর ৭০০তম গোলের রাতে ম্যানইউ কোচ এরিক টেন হ্যাগ বলেন, ‘এটা সত্যিই অবিশ্বাস্য যখন আপনি ৭০০ গোলের মালিক হবেন। আমি তার ওপর প্রচণ্ড খুশি। তার এই অসাধারণ নৈপুণ্যে তাকে অভিনন্দন জানাই এবং এই মৌসুমে প্রিমিয়ার লিগে প্রথম গোল করার জন্য তাকে ধন্যবাদ। প্রতিটা খেলোয়াড় চায় গোল করতে, যখন আপনি সেরা হবেন তখন আরো বেশি গোল করার ইচ্ছে শক্তি থাকে।’

লিগে প্রথম গোল পেয়ে যাওয়ার পর রোনালদোকে নিয়ে প্রত্যাশার কথা জানান তিনি, ‘লিগে প্রথমবার গোল করল সে। এই গোলের জন্য বেশ কিছুদিন অপেক্ষা করতে হয়েছে তাকে। আমি নিশ্চিত সামনে আরও গোল করবে। আসলে প্রত্যেক খেলোয়াড়ের জন্যই এটা দরকার। আপনি যখন বিশ্বসেরা, আপনাকে গোল করতে হবে, এটা দরকার।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App