×

খেলা

ভারত-পাকিস্তান দ্বৈরথ আজ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২২, ১২:১০ পিএম

ভারত-পাকিস্তান দ্বৈরথ আজ

ছবি: সংগৃহীত

নারী এশিয়া কাপের ত্রয়োদশতম ম্যাচে আজ প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে ভারত নারী দল। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে দুপুর ১টা ৩০ মিনিটে। সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোর্টস টু। এশিয়া কাপে তিন ম্যাচের তিনটিতেই জিতে বর্তমানে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে ভারত। ফলে সেমিফাইনাল খেলার পথে অনেকটাই এগিয়ে আছে দলটি। তিন জয়ে তাদের পয়েন্ট ৬। টুর্নামেন্টের প্রথম ম্যাচে শ্রীলঙ্কা নারী দলকে ৪১ রানে হারিয়ে শুভসূচনা করে ভারত। তাদের দেয়া ১৫০ রানের লক্ষে ব্যাট করতে নেমে ১০৯ রানে অলআউট হয়ে যায় লঙ্কান মেয়েরা। দ্বিতীয় ম্যাচেও জয় অব্যাহত থাকে ভারতের। বৃষ্টি আইনে এ ম্যাচে মালয়েশিয়া নারী দলের বিপক্ষে ৩০ রানের জয় পায় দলটি। আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ১৮১ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় ভারত। জবাবে ব্যাট করতে নেমে বৃষ্টি বাগড়ায় পড়ে মালয়েশিয়া। শেষ পর্যন্ত ২ উইকেট হারিয়ে ১৬ রানে থেমে থাকে তাদের ইনিংস। আর ভারত ম্যাচটি জিতে নেয় ৩০ রানে। এশিয়া কাপে নিজেদের তৃতীয় ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে ১০৪ রানের বিশাল ব্যবধানে হারায় দীপ্তি শর্মারা।

অন্যদিকে বিসমাহ মারুফের পাকিস্তান ৩ ম্যাচ খেলে জিতেছে দুই ম্যাচে। তাদের পয়েন্ট ৪। পয়েন্ট টেবিলে পাকিস্তানের অবস্থান দ্বিতীয়। এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়া নারী দলকে ৯ উইকেটে উড়িয়ে দেয় পাকিস্তান নারী দল। মালয়েশিয়ার দেয়া ৫৭ রানের লক্ষ তাড়া করতে নেমে মাত্র একটি উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছায় তারা। ৬৬ বল বাকি থাকতে ম্যাচ জিতে নেয় পাকিস্তানের নারীরা। প্রথম ম্যাচের মতো জয়ের ধারা অব্যাহত থাকে পাকিস্তানের দ্বিতীয় ম্যাচেও। বাংলাদেশকে ৯ উইকেটের হারের স্বাদ দেয় দলটি। বাংলাদেশের দেয়া ৭০ রানের লক্ষ তাড়া করতে নেমে ৮৬ বল এবং ৯ উইকেট বাকি থাকতে জয় তুলে নেয় বিসমাহ মারুফের দল।

কিন্তু তৃতীয় ম্যাচে ছন্দপতন হয় তাদের। এ ম্যাচে থাইল্যান্ড নারী দলের বিপক্ষে হার দেখে তারা। শুরুতে ব্যাট করতে নেমে সিদ্রা আমিনের অর্ধশতকে ৫ উইকেটে ১১৬ রান তুলে পাকিস্তান। জবাবে ব্যাট করতে নেমে থাইল্যান্ডের ওপেনার নাথাকান চান্থামের ৫১ বলে ৬১ রানের ইনিংসে ভর করে ১ বল বাকি থাকতেই জয়ের আনন্দে মাতে থাইল্যান্ড নারী দল। এ জয়ে রেকর্ড গড়েছে তারা। প্রতিযোগিতামূলক ক্রিকেটে পাকিস্তান নারী দলের বিপক্ষে এটিই তাদের প্রথম জয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App