×

খেলা

পদত্যাগ করতে যাচ্ছেন অজি কোচ ড্যারেন লেম্যান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ মার্চ ২০১৮, ০৪:৪৫ পিএম

পদত্যাগ করতে যাচ্ছেন অজি কোচ ড্যারেন লেম্যান
বল টেম্পারিংয়ের ঘটনা অস্ট্রেলিয়া ক্রিকেটসহ বিশ্ব ক্রিকেট পাড়ায় এখন সবচেয়ে তাজা খবর।বিশ্ব ক্রিকেট প্রেমীরা প্রতিটি মুহূর্তে অপেক্ষা করে আইসিসি কি ঘোষণা করল বা কি শাস্তি দিল। তবে আজকের নতুন খবর , অজি কোচ ড্যারেন লেম্যানও নাকি পদত্যাগ করতে যাচ্ছেন । অবশ্য বল টেম্পারিংয়ের ঘটনার পর অধিনায়ক স্টিভেন স্মিথ ও সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার নিজ নিজ পদ থেকে সরে দাঁড়িয়েছেন। ব্রিটিশ পত্রিকা টেলিগ্রাফ জানিয়েছে যে, অস্ট্রেলিয়ার কোচ ড্যারেন লেম্যান এবার পদত্যাগ করতে পারেন। তবে খুব শীঘ্রই তিনি এরকম একটা ঘোষণা দিবেন। ২০১৩ সালে অজি দলের কোচের দায়িত্বে নিয়োজিত হন। এরপর ২০১৫ সালে অস্ট্রেলিয়াকে বিশ্বকাপ জেতানো ছিল তার কোচিং ক্যারিয়েরর সবচেয়ে বড় সাফল্য। তবে সব সাফল্যকে ছাপিয়ে এখন সমালোচনা শুনতে হচ্ছে অজি কোচকে। এদিকে গত ২৪ মার্চ কেপটাউন টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে ফিল্ডিং করার সময় অজি ওপেনার ব্যানক্রফটকে হলুদ রংয়ের একটি টেপ জাতীয় বস্তু দিয়ে বল ঘষতে দেখা যায় দিন শেষে সংবাদ সম্মেলনে স্টিভেন স্মিথ ও ব্যানক্রফট বল টেম্পারিংয়ের বিষয়টি স্বীকার করেন। বল টেম্পারিংয়ের ঘটানটি টিভি ক্যামেরায় ধরা পড়ে। এই বিষয়টি নাকি অজি কোচ ড্যারেন লেম্যান জানতেন। তাই স্মিথ ও ওয়ার্নারের পর তাকেও পদত্যাগ করতে হতে পারে। এই বিষয়ে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল বলেছিলেন, বিষয়টি হতাশাজনক । আমি বিশ্বাস করতে পারছি না। এছাড়া অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের সকল কর্মকর্তারা দুঃখ প্রকাশ করেছেন এবং সিএ বলেন, ঘটনা প্রমাণ হলে এর বিরুদ্ধে চরম শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনার পর থেকে সাবেক অজি ক্যাপ্টেন মাইকেল ক্লার্কের দলে ফেরার ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App