×

খেলা

দাবায় বাংলাদেশের দাপুটে জয়

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২২, ১১:০৫ এএম

দাবায় বাংলাদেশের দাপুটে জয়

ছবি: সংগৃহীত

আজারবাইজানের নাকচিভান অটোনোমাস রিপাবলিকে গত পরশু শুরু হয়েছে ফিদে ওয়ার্ল্ড ইয়ুথ অনূর্ধ্ব-১৬ দাবা অলিম্পিয়াডের খেলা। এই টুর্নামেন্টে বেশ দাপটে খেলেছেন বাংলাদেশের দাবাড়–রা। এমনকি প্রথম রাউন্ডের খেলায় বাংলাদেশ দল দক্ষিণ আফ্রিকা-২ কে ৩-১ গেম পয়েন্টে হারিয়েছে। বাংলাদেশ দলের পক্ষে ক্যান্ডিডেট মাস্টার মনন রেজা নীড়, ক্যান্ডিডেট মাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ ও মো. সাজিদুল হক যথাক্রমে দক্ষিণ আফ্রিকার লেভিতান জুদাহ নাথান, এনউইদো খোদানি ও বোসোমা চিশোমোকে নাস্তানাবুদ করেন। আজ দ্বিতীয় রাউন্ডে বাংলাদেশ কিউবার বিপক্ষে লড়াই করবে।

প্রথম রাউন্ডের খেলায় জয়ের পর বেশ ফুরফুরে মেজাজে আছে লাল-সবুজের দাবাড়–রা। তারা কিউবার বিপক্ষে জিততে মরিয়া হয়ে আছে। যেহেতু দাবা খেলায় প্রতিটা মূহুর্ত্যে উত্তেজনা বিরাজ করে তাই কখন কি হয় তা বলা অসম্ভব।

বাংলাদেশ দলের অধিনায়ক কাম প্রশিক্ষকের দায়িত্ব পালন করছেন আন্তর্জাতিক মাস্টার ও ফিদে ট্রেইনার আবু সুফিয়ান শাকিল। তারা আজ কিউবাকে ছাড় দিতে নারাজ। যাইহোক দুদলের মধ্যে জয়ের জন্য হাড্ডাহাড্ডি লড়াই হবে তা নতুন করে বলার কিছু নেই।

এছাড়া ফিদে ওয়ার্ল্ড ইয়ুথ অনূর্ধ্ব-১৬ দাবা অলিম্পিয়াডের ইভেন্টে অংশগ্রহণের জন্য ৭ সদস্য বিশিষ্ট দাবা দল ৩০ সেপ্টেম্বর রাতে আজারবাইজানের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। এবারের অনূর্ধ্ব-১৬ দাবা অলিম্পিয়াডে বাংলাদেশের পক্ষে অংশগ্রহণ করেন ক্যান্ডিডেট মাস্টার মনন রেজা নীড়, মো. সাজিদুল হক, ক্যান্ডিডেট মাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ, স্বর্নাভো চৌধুরী, জান্নাতুল ফেরদৌস ও ওমনিয়া বিনতে ইউসুফ লুবাবা। আর দলের অধিনায়ক কাম প্রশিক্ষক আন্তর্জাতিক মাস্টার ও ফিদে ট্রেইনার আবু সুফিয়ান শাকিল আছেন। এবার এই টুর্নামেন্টে ২৪টি দেশের ৩৪ টি দলের পক্ষে শীর্ষস্থানীয় অনূর্ধ্ব-১৬ বছর বয়সি দাবা খেলোয়াড়রা অংশগ্রহণ করছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App