×

খেলা

‘ওয়ান উইমেন আর্মি’ সাবিনা খাতুন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২২, ০২:০৬ এএম

‘ওয়ান উইমেন আর্মি’ সাবিনা খাতুন

শিরোপা নিয়ে সাবিনা। ছবি: বাফুফে

‘ওয়ান উইমেন আর্মি’ ছিলেন তিনি। সাফ চ্যাম্পিয়নশিপে অভিজ্ঞতা ছিল ১২ বছরের। ২০১০ সালের শুরুর প্রথম আসর থেকেই খেলছেন তিনি। সাফে আগেও গোল এসেছে তার পা থেকে। তার নাম সাবিনা খাতুন। তবে সফলতা আসতে অনেকটা সময় নিলো সাবিনার।

কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে সানজিদা, কৃষ্ণা রানি, শামসুন্নাহাররা এবার নেপালকে হারিয়ে দেশকে সাফের শিরোপা এনে দিয়েছেন। যা তার ২৮ বছরের জীবনের সেরা দিন বলে মন্তব্য করেছেন সাবিনা।

ম্যাচ শেষে বাংলাদেশ দলের অধিনায়ক সাবিনা উচ্ছ্বাস ভরা কণ্ঠে তাই বলেন, ‘এটাই আমার ক্যারিয়ার সেরা টুর্নামেন্ট। ১২ বছরের অপেক্ষার অবসান ঘটেছে এই টুর্নামেন্টে। এই দিনটিই আমার জীবনের সেরা।’

সাবিনা খাতুন পাঁচ ম্যাচে আসরের সর্বোচ্চ ৮ গোল করেছেন। পাকিস্তানের বিপক্ষে গ্রুপ পর্বে এবং ভুটানের বিপক্ষে হ্যাটট্রিক করেছেন তিনি। দুর্দান্ত পারফরম্যান্সে ২০১৬ সালে শিলিগুড়ি সাফে স্বপ্নভঙ্গ ভুলে যাওয়ার উপলক্ষ্য পেয়েছেন।

২০০৩ সালে ছেলেদের সাফের পর দেশকে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব এনে দিয়েছেন। এখন তার আরও বড় স্বপ্ন দেখার সময়। কৃষ্ণা, মারিয়াদের বড় স্বপ্ন দেখানোর পালা, ‘অবশ্যই চোখ আরও ওপরে। যে জিনিস একবার পাওয়া যায়, তার প্রতি আগ্রহ বেড়ে যায়।’

সাবিনা চলার পথের সহযোগী বাবাকে হারিয়েছেন। যার হাত ধরে ফুটবলে আসা। বড় অর্জন প্রিয়জনকে মনে করায়। সাবিনাও চোখের পানি থামাতে পারলেন না, ‘বাবা (আকবর আলী) বেঁচে থাকলে আজ খুব খুশি হতেন। এখন আমার আরেকজন অভিভাবক হলেন রব্বানী (কোচ) স্যার।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App