×

খেলা

বিশ্বকাপ দলে থাকছেন না মাহমুদউল্লাহ!

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২২, ১০:৩৬ এএম

দুপুরে টি-টোয়েন্টি বিশ্বকাপ দল ঘোষণা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ অবস্থায় অনেক সমর্থকের মনে মাহমুদউল্লাহর থাকা না থাকা নিয়ে প্রশ্ন উঠেছে। গতকাল মঙ্গলবার সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন যে ইঙ্গিত দিয়েছেন, তাতে মাহমুদউল্লাহর থাকার সম্ভাবনা একেবারেই কম।

দল ঘোষণার আগে মাহমুদউল্লাহর সঙ্গে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু কথা বলবেন বলে জানিয়েছিলেন একজন পরিচালক। এ থেকেও একটা বিষয় স্পষ্ট- বিশ্বকাপ পরিকল্পনায় মাহমুদউল্লাহ হয়তো নেই। ১৫ জনের স্কোয়াডে নেয়া হলে প্রধান নির্বাচকের কথা বলার প্রয়োজন হতো না। শেষ মুহূর্তে নাটকীয় কিছু না ঘটলে মাহমুদউল্লাহকে ছাড়াই দেখা যেতে পারে টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড।

সবকিছু ঠিক হয়ে গেলেও বোর্ড সভাপতি সংবাদ সম্মেলনে কিছুই প্রকাশ করেননি। বরং মাহমুদউল্লাহর অবসর ইস্যুতে প্রশ্ন করা হলে তিনি বলেছেন, যদি সে (মাহমুদউল্লাহ) করতে চায় (অবসর) বা তাকে যদি আমরা স্কোয়াডে জায়গা দিতে না পারি, তাহলে তো সুযোগ দেয়া উচিত (মাঠ থেকে অবসর নেয়ার)। এটুকু সম্মান তাকে করা উচিত।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App