×

খেলা

ভারতকে ‘আইসিসির ছেলে’ বললেন পাকিস্তানি ক্রিকেটার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২২, ০৮:০০ পিএম

গ্রুপ পর্বের পর এশিয়া কাপের সুপার ফোরে ভারত-পাকিস্তান মহারণের প্রাক্কালেই এবার ভারতকে ‘আইসিসির ছেলে’ বলে খোঁচা দিয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক মোহাম্মদ হাফিজ। এমনিতেই চিরবৈরি এই দুই দেশের খেলা শুরু হলেই উত্তেজনা জমে যায়। তার ওপর পাকিস্তানের এই ক্রিকেটারের এমন খোঁচাতে আগুনে যেন বেশিই ঘি পড়েছে।

পাকিস্তানের এক টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে হাফিজ বলেন, ভারতের অর্থবিত্তের কাছে আইসিসিকে নতি স্বীকার করতে হচ্ছে। এ ব্যাপারে বেশি কিছু বলতে পারব না আমি। তবে এটুকু জানি, আমাদের সমাজে যার টাকা বেশি থাকে তাকেই সবাই বেশি ভালোবাসে। সেই বাসার পছন্দের ছেলে হয়। ভারতের ক্ষেত্রে তাই হয়েছে। খবর ইএসপিএন, এনডিটিভির।

এদিকে, ভারতকে ‘আইসিসির পছন্দের ছেলে’ হিসেবে আখ্যায়িত করার বিষয়ে সঞ্চালকের এক প্রশ্নের জবাব হেসে উড়িয়ে দেন পাকিস্তানি অধিনায়ক হাফিজ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App