×

খেলা

তিন ওভার ১০ রানে ৫ উইকেট নিয়ে বার্লের রেকর্ড

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২২, ০২:১৬ পিএম

তিন ওভার ১০ রানে ৫ উইকেট নিয়ে বার্লের রেকর্ড

ছবি: সংগৃহীত

সিরিজের তৃতীয় ওয়ানডেতে টাউন্সভিলে অস্ট্রেলিয়াকে তিন উইকেটে হারিয়েছে জিম্বাবুয়ে। অস্ট্রেলিয়ার মাটিতে যেকোনো ফরম্যাটে এটাই প্রথম জয় জিম্বাবুয়ের। সব ফরম্যাট মিলিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে এটা তাদের চতুর্থ জয়। অজি বধের নায়ক লেগ স্পিনার রায়ান বার্ল। তিন ওভারে ১০ রানে ৫ উইকেট নিয়েছেন জিম্বাবুয়ের এই পার্ট টাইম লেগ স্পিনার।

শনিবার (৩ সেপ্টেম্বর) টাউন্সভিলে আগে ব্যাট করে অস্ট্রেলিয়া গুটিয়ে যায় মাত্র ১৪১ রানে। ১১ ওভার বাকি রেখে ওই রান টপকে যায় সফরকারী দল। অজিদের ১৪১ রানের ৯৪ রানই এসেছে ওয়ার্নারের ব্যাটে। দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ১৯ রান করেছেন গ্লেন ম্যাক্সওয়েল। রায়ান বার্ল যখন বল করতে আসলেন, অস্ট্রেলিয়া তখন বিপর্যয় কাটিয়ে ওঠার চেষ্টা করছে।

এর পরেই চমক দেখিয়ে বার্ল গড়লেন অভাবনীয় এক রেকর্ড। সবচেয়ে কম ওভার বোলিং করে ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে ৫ উইকেট নিয়েছেন তিনি। তবে সবচেয়ে কম বলের মধ্যে ৫ উইকেট নেয়ার রেকর্ড ছুঁতে পারেননি তিনি মাত্র দুই বলের জন্য।

অস্ট্রেলিয়ান ইনিংসের ২৭তম ওভারে আক্রমণে আনা হয় বার্লকে। ৭২ রানে ৫ উইকেট হারানো অস্ট্রেলিয়া তখন ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে ডেভিড ওয়ার্নার ও গ্লেন ম্যাক্সওয়েলের ব্যাটে। ৫৭ রানের এই জুটি ভাঙে বার্লের তৃতীয় বলেই। স্লগ করতে গিয়ে আকাশে বল তুলে আউট হন ম্যাক্সওয়েল। এক বল পরই ফুল টস ডেলিভারিতে আলতো করে ক্যাচ তুলে দেন অ্যাশটন অ্যাগার।

এর পরের ওভারেই বার্ল দেখা পান বড় শিকারের। সেঞ্চুরির অপেক্ষায় থাকা ওয়ার্নার স্লগ সুইপ খেলে ধরা পড়েন মিড উইকেট সীমানায়। দলের রান যখন ১৩৫, ওয়ার্নারের একার রানই তখন ৯৪। ১২ চার ও দুই ছক্কায় ৯৬ বলের ইনিংস খেলেন তিনি। বার্ল নিজের পরের ওভারে মিচেল স্টার্ক ও জশ হেইজেলউডকে ফিরিয়ে গুটিয়ে দেন অস্ট্রেলিয়ার ইনিংস। নিজের নাম লেখান ইতিহাসে।

ওয়ানডেতে সবচেয়ে কম রানে পাঁচ উইকেট নেয়ার রেকর্ড অবশ্য সবার ওপরে আছেন ওয়ালশ। এক রানে পাঁচ উইকেট তিনি। এরপরই বিনির চার রানে ছয় উইকেট। সবচেয়ে কম বলের মধ্যে পাঁচ উইকেট নেয়ার রেকর্ডটি চামিন্দা ভাসের। ২০০৩ বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে পিটারমারিজবার্গে প্রথম ওভারে হ্যাটট্রিকসহ ১৬ বলে চার উইকেট নেন চামিন্দা ভাস। এই ম্যাচে লেগেছে বার্লের ১৮ বল। এই ম্যাচের আগে ৮৩ ম্যাচ খেলে ক্যারিয়ারে ৪ উইকেটের স্বাদ পেয়েছিলেন মাত্র একবার। সেই বার্ল এবার গড়লেন নতুন রেকর্ড।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App