×

খেলা

লা ফিনালিসিমায় কিয়েল্লিনির অবসর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২২, ১০:৩১ পিএম

লা ফিনালিসিমায় কিয়েল্লিনির অবসর
লা ফিনালিসিমায় কিয়েল্লিনির অবসর

ইতালির অধিনায়ক জর্জো কিয়োল্লিনি

দক্ষিণ আমেরিকা অঞ্চলের সর্বোচ্চ টুর্নামেন্ট কোপা আমেরিকার সর্বশেষ আসরে ব্রাজিলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। অন্যদিকে ইউরোপের সেরা হয়েছে ইতালি। আগামী জুনে ফুটবলের তীর্থস্থান খ্যাত ওয়েম্বলিতে অনুষ্ঠিত হবে দুই অঞ্চলের চ্যাম্পিয়নদের লড়াই ‘লা ফিনালিসিমা’। এই ম্যাচের পর ইউরোপের ছিদ্রায়িত রাষ্ট্র ইতালির নীল জার্সিতে আর দেখা যাবে না দীর্ঘদিনের অধিনায়ক জর্জো কিয়েল্লিনিকে। দীর্ঘ ১৮ বছরের যাত্রার সমাপ্তি টানবে সেই ম্যাচের পর।

মঙ্গলবার (২৬ এপ্রিল) সিরি’আ লিগে জুভেন্টাসের হয়ে সাসসুয়োলোর বিপক্ষে জয়ের পর এই ঘোষণা দিয়েছেন ইতালিয়ান অধিনায়ক। জিডএনকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, জাতীয় দলের হয়ে শিগগিরই থামতে চলেছেন। যেখানে তিনি ইউরো জিতে ক্যারিয়ারের চূড়ায় উঠেছিলেন সেই ওয়েম্বলিতেই জাতীয় দলকে বিদায় জানাবেন। কিয়েল্লিনি একটা সুন্দর স্মৃতি নিয়ে জাতীয় দল থেকে বিদায় নিতে ইচ্ছুক। ওই ম্যাচ নিশ্চিতভাবেই জাতীয় দলের হয়ে তার শেষ ম্যাচ হতে যাচ্ছে। অবসরের ঘোষণা দিতে গিয়ে পরপর দুই বিশ^কাপ না খেলার আক্ষেপে পুড়বেন এই ডিফেন্ডার। ২০১৮ বিশ^কাপে জায়গা করে নিতে পারেনি ইতালি। এরপর ইউরো চ্যাম্পিয়ন হয়ে কাতার বিশ^কাপে নিজেদের অংশগ্রহণের অগ্রিম আভাস দিয়েছিল ইতালি। কিন্তু বিশ^কাপ বাছাইপর্বে উত্তর মেসিডোনিয়ার বিপক্ষে হেরে এবারো ছিটকে গেছে তারা। পরপর দুই বিশ^কাপ খেলার সুযোগ না পাওয়ার আক্ষেপে জীবনের শেষপর্যন্ত ভুলতে পারবেন না তিনি। জিয়ানলুইজি বুফন, দানিয়েলে দি রসি, ফাবিও কানাভারোর পর আন্দ্রেয়া পিরলোর পাশাপাশি ইতালির হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন কিয়েল্লিনি। ২০০৪ সালে মাত্র ২০ বছর বয়সে মার্সেলো লিপ্পির অধীন অভিষেক হয়েছিল তার। এরপর থেকে দেশের জার্সিতে খেলেছেন ১১৬টি ম্যাচ। জাতীয় দলের হয়ে অবসর নিলেও ক্লাব ক্যারিয়ার চালিয়ে যাবেন ৩৭ বছর বয়সি এই ফুটবলার। ক্লাব ক্যারিয়ারের সম্পর্কে বলতে গিয়ে তিনি উল্লেখ করেছেন, জুভেন্টাসের সঙ্গে আমার মধুর সম্পর্ক এখনই শেষ হচ্ছে না। মৌসুমের শেষ পর্যন্ত আমাকে সবকিছু বিবেচনা করতে হবে। আমার পরিবারের সঙ্গে কথা বলে জানতে হবে কোনটা ভালো। চলতি মৌসুমেই কিয়েল্লিনির সঙ্গে চুক্তি শেষ হবে জুভেন্টাসে। এরপর কি করবেন সে সম্পর্কে এখনো কোনো সিদ্ধান্ত গ্রহণ করেননি তিনি। এই সম্পর্কে তিনি প্রথমে চলতি মৌসুমে সেরা চারে থেকে লিগ শেষ করা ও সেই সঙ্গে কোপা ইতালিয়া জয়ের কথা উল্লেখ করেছেন। এরপর ব্যক্তিগত, পরিবার ও জুভেন্টাস পরিবারের সঙ্গে আলাপ-আলোচনা করে যেটা ভালো হয় সে সিদ্ধান্ত গ্রহণ করবেন বলে জানিয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App