×

খেলা

ক্লার্ককে টপকে বিশ্বরেকর্ড ভারতের মিতালির

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ মার্চ ২০২২, ১২:১৩ পিএম

ক্লার্ককে টপকে বিশ্বরেকর্ড ভারতের মিতালির

মিতালি রাজ

মহিলা বিশ্বকাপের দুর্দান্ত নজির গড়লেন মিতালি রাজ। এমন রেকর্ড ছেলে ও মেয়েদের ক্রিকেট মিলিয়ে ভারতের আর কোনো ক্যাপ্টেনের নেই। এমনকি মহেন্দ্র সিং, কপিল দেব, সৌরভ গঙ্গোপাধ্যায়দেরও নয়। এতদিন মহম্মদ আজহারউদ্দিনের সঙ্গে একাসনে বসেছিলেন মিতালি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চলতি মহিলা বিশ্বকাপের ম্যাচে টস করতে নামা মাত্রই আজহারকে টপকে যান তিনি।

আসলে মেয়েদের ওয়ান ডে বিশ্বকাপে ক্যাপ্টেন হিসেবে সব থেকে বেশি ম্যাচ খেলার বিশ্বরেকর্ড গড়লেন মিতালি রাজ। তিনি ভেঙে দেন অস্ট্রেলিয়ার বেলিন্দা ক্লার্কের নজির। ক্লার্ক ১৯৯৭ থেকে ২০০৫ সাল পর্যন্ত বিশ্বকাপের ২৩টি ম্যাচে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেন। মিতালি ২০০৫ থেকে ২০২২ পর্যন্ত বিশ্বকাপের মোট ২৪টি ম্যাচে নেতৃত্ব দিতে নামলেন ভারতকে।

যদিও সাফল্যের নিরিখে মিতালির থেকে ক্লার্ক অনেকটাই এগিয়ে। ক্লার্কের নেতৃত্বে ২৩টি ম্যাচের মধ্যে অস্ট্রেলিয়া জয় তুলে নেয় ২১টি ম্যাচে। হারে ১টি ম্যাচ এবং পরিত্যক্ত হয় ১টি ম্যাচ। মিতালির নেতৃত্বে আগের ২৩টি ম্যাচের মধ্যে ভারত ১৪টিতে জয় তুলে নেয়। হারে ৮টি ম্যাচ এবং পরিত্যক্ত হয়েছে ১টি ম্যাচ।

বিশ্বকাপে সব থেকে বেশি ম্যাচে নেতৃত্ব দেওয়ার নিরিখে আজহারকেও পিছনে ফেললেন মিতালি। আজহার ১৯৯২ থেকে ১৯৯৯ পযর্ন্ত বিশ্বকাপের মোট ২৩টি ম্যাচে ভারতকে নেতৃত্ব দিয়েছেন। তার নেতৃত্ব ভারত ১০টি ম্যাচ জিতেছে। হেরেছে ১২টি ম্যাচ। পরিত্যক্ত হয়েছে ১টি ম্যাচ।

ধোনি ওয়ান ডে বিশ্বকাপে ভারতকে মোট ১৭টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন। কপিল দেব ১৫টি এবং সৌরভ গঙ্গোপাধ্যায় বিশ্বকাপের ১১টি ম্যাচে ভারতকে নেতৃত্ব দিয়েছেন।

ছেলে ও মেয়েদের ক্রিকেট মিলিয়ে ওয়ান ডে বিশ্বকাপে সব থেকে বেশি ম্যাচে নেতৃত্ব দেওয়ার রেকর্ড রয়েছে রিকি পন্টিংয়ের দখলে। পন্টিং বিশ্বকাপের ২৯টি ম্যাচে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিয়েছেন। ফ্লেমিং নিউজিল্যান্ডকে ২৭টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন। মিতালি রয়েছেন তিন নম্বরে। মিতালি এই নিয়ে মেয়েদের বিশ্বকাপের মোট ৩৪টি ম্যাচে মাঠে নামেন। খবর হিন্দুস্তান টাইমসের।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App