×

খেলা

আফগানিস্তান ওয়ানডে সিরিজে টিকেট সর্বনিম্ন ১৫০ টাকা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২২, ০১:১৬ পিএম

আফগানিস্তান ওয়ানডে সিরিজে টিকেট সর্বনিম্ন ১৫০ টাকা

বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ। ফাইল ছবি

আগমী বুধবার থেকেই শুরু হচ্ছে বাংলাদেশ-আফগানিস্তানের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। দর্শকরা সবগুলো ম্যাচ গ্যালারিতে বসে দেখার সুযোগ পাবেন। মঙ্গলবার থেকে এর টিকেট পাওয়া যাবে। টিকেটের সর্বনিম্ন মূল্য ১৫০ টাকা, আর সর্বোচ্চ এক হাজার টাকা।

রবিবার (২০ ফেব্রুয়ারি) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিষয়টি জানায়।

মঙ্গলবার সকাল নয়টার দিকে চট্টগ্রামের সাগরিকার বিটাক মোড়ের বুথ থেকে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান ওয়ানডে সিরিজের টিকেট বিক্রি। চলবে সন্ধ্যা ছয়টা পর্যন্ত। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের রুফটপের টিকেটের দাম পড়বে এক হাজার টাকা। ইন্টারন্যাশনাল স্ট্যান্ডের টিকেটের দাম ৫০০ টাকা। ৩০০ টাকায় পাওয়া যাবে ক্লাব হাউজের টিকেট। আর ইস্টার্ন স্ট্যান্ডের টিকেট ১৫০ টাকায় কেনা যাবে।

আইসিসি ওয়ানডে সুপার লিগের অংশ হিসেবে সিরিজের তিনটি ম্যাচ খেলবে বাংলাদেশ ও আফগানিস্তান। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ২৩ ফেব্রুয়ারি প্রথম ওয়ানডে হবে। এরপর ২৫ ফেব্রুয়ারি দ্বিতীয় ওয়ানডে ও ২৮ ফেব্রুয়ারি তৃতীয় ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে। সবগুলো ম্যাচ শুরু হবে বেলা ১১টায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App