×

খেলা

নারী ক্রিকেট বিশ্বকাপ দলে খেলোয়াড়সহ ৩ জনের করোনা শনাক্ত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২২, ০৩:৫৭ পিএম

নারী ক্রিকেট বিশ্বকাপ দলে খেলোয়াড়সহ ৩ জনের করোনা শনাক্ত

ওয়ানডে বিশ্বকাপে নারী ক্রিকেট দল। ছবি: সংগৃহীত

ওয়ানডে বিশ্বকাপ খেলার উদ্দেশ্যে নিউজিল্যান্ডের বিমানে ওঠার আগেই দুঃসংবাদ পেল বাংলাদেশ নারী ক্রিকেট দল। বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে দলের এক ক্রিকেটার এবং দুই সাপোর্ট স্টাফের করোনা শনাক্ত হয়েছে। তাদের দেশে রেখেই দলের বাকি সদস্যরা নিউজিল্যান্ডের উদ্দেশ্যে যাত্রা করবেন। বিসিবি জানিয়েছে, করোনা আক্রান্ত হওয়া ক্রিকেটার ও স্টাফদের ৮ দিন আইসোলেশনে থাকতে হবে। এদিকে বিশ্বকাপ দলের বাকি সদস্যদের নিউজিল্যান্ড পৌঁছে বাধ্যতামূলক ১০ দিনের কোয়ারেন্টিন করতে হবে।  আগামী ৪ মার্চ নিউজিল্যান্ডে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ শুরু হবে। প্রস্তুতির জন্য একমাসের বেশি সময় আগেই বাংলাদেশ দল নিউজিল্যান্ডে যাচ্ছে। ৫ মার্চ ডানেডিনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। মূল টুর্নামেন্টের আগে টাইগ্রেসরা আইসিসির আয়োজনে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাবে। সেই প্রস্তুতি ম্যাচের আগে নিউজিল্যান্ডের স্থানীয় দলের বিপক্ষে আরও দুটি প্রস্তুতি ম্যাচের আয়োজন করে রেখেছে বিসিবি। আগামী ৩ এপ্রিল ক্রাইস্টর্চাচে ওয়ানেডে বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App