×

খেলা

রোনালদোর রেকর্ড গড়া ম্যাচে রিয়ালের জয়

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ মার্চ ২০১৮, ১১:১১ এএম

রোনালদোর রেকর্ড গড়া ম্যাচে রিয়ালের জয়
মৌসুমের শুরুতে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ যতটা বিবর্ণ ছিল মৌসুমের শেষ দিকে ঠিক ততটাই রঙিন লস ব্লাঙ্কোসরা। দারুণ পারফরম্যান্স প্রতিপক্ষকে দুমড়ে মুচড়ে ফেলছে খুব সহজেই। শনিবার রাতে রিয়াল মাদ্রিদ ঘরের মাঠে গেটাফেকে হারিয়েছে ৩-১ ব্যবধানে। জয়ের নায়ক ক্রিস্টিয়ানো রোনালদো। জোড়া গোল করে দলকে দিয়েছেন লা লিগার ষোলোতম জয়ের স্বাদ। আরেক গোল করেন গ্যারেথ বেল। গেটাফের হয়ে একমাত্র গোলটি করেন পোর্টলি। রিয়ালকে রোনালদো শুধু জয় এনে দেননি, গোল করে গড়েছেন অসাধারণ এক কীর্তি। সবচেয়ে কম ম্যাচ খেলে লা লিগায় ৩০০ গোলের মাইলফলক ছুঁয়েছেন সিআর সেভেন। প্রথমার্ধের যোগ করা সময়ে করিম বেনজেমার দারুণ এক পাসে ডি বক্সের ভিতরে থাকা রোনালদো বল পান। ডানপায়ে বল রিসিভ করে দুজন ডিফেন্ডারকে বোকা বানান সি আর সেভেন। এরপর বাঁ-পায়ের জোরালো শটে বল পাঠান গেটাফের জালে। প্রথম গোল দিয়ে ২৮৬ ম্যাচ খেলে অফিসিয়ালি ৩০০ গোলের মাইলফলক স্পর্শ করেন রোনালদো। চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির থেকে ৪০ ম্যাচ কম খেলে দ্রুততম ৩০০ গোলের মাইলফলক ছুঁয়েছেন রোনালদো। মেসি বার্সেলোনার হয়ে ৩২৬ ম্যাচে করেছিলেন ৩০০ গোল। এর আগে রিয়াল মাদ্রিদকে লিড এনে দেন গ্যারেথ বেল। ২৪ মিনিটে বেনজেমার ক্রস ডি বক্সের ভিতরে থাকা ইসকো পিঠে লাগিয়ে ক্লিয়ার করেন। গ্যারেথ বেল ছিলেন খুব কাছেই বক্সের ভিতরে। বাঁ-পায়ের শটে লক্ষ্যভেদ করেন ওয়েলসের তারকা। ২-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় রিয়াল। ৬৫ মিনিটে পেনাল্টি থেকে গোল হজম করে রিয়াল। পিছন থেকে নাচো ফাউল করলে পেনাল্টি পায় সফরকারীরা। পোর্টলির নেওয়া শট বুঝতেই পারেননি নাভাস। সোজা বলে লাফ দেন ডানদিকে। চার মিনিটের ব্যবধানে গোল হজমের থেকে গেটাফেকে বাঁচান গোলকিপার মার্টিনেজ। বেনজেমার ক্রস থেকে এক টাচে বল জালে পাঠানোর চেষ্টা করেন রোনালদো। কিন্তু দেয়াল হয়ে দাঁড়িয়ে যান মার্টিনেজ। তবে বেশিক্ষণ টিকে থাকতে পারেননি তিনি। ৭৮ মিনিটে মার্সেলোর ক্রস থেকে হেড করে রোনালদো দ্বিতীয় গোলের স্বাদ পান। শেষ পর্যন্ত ৩-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে ছন্দে থাকা রিয়াল। এ জয়ে ২৭ ম্যাচে ১৬ জয় ও ছয় ড্রয়ে রিয়ালের পয়েন্ট ৫৪। শীর্ষে থাকা বার্সেলোনার থেকে এক ম্যাচ বেশি খেলে ১২ পয়েন্ট পিছিয়ে তারা। অ্যাটলেটিকো মাদ্রিদও এক ম্যাচ কম খেলে এগিয়ে আছে ৭ পয়েন্টে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App