×

খেলা

হাসপাতাল ছেড়ে আইসোলেশনে সৌরভ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২১, ০৬:৪২ পিএম

করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি সাবেক ভারতীয় অধিনায়ক ও বর্তমান বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলিকে ছেড়ে দিয়েছে কর্তৃপক্ষ। যদিও এখন অবধি করোনা থেকে পুরোপুরি মুক্তি পাননি তিনি। আর সেজন্য এখন আবার ঘরবন্দী জীবযাপন করতে হবে। চিকিৎসকের পরামর্শ মোতাবেক আইসোলেশনে থাকতে হবে তাকে। খবর ইন্ডিয়া টুডে ও টাইমস অব ইন্ডিয়ার।

সৌরভের শারীরিক অবস্থা জটিল না হলেও সতর্তার অংশ হিসেবে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ভর্তি হন উডল্যান্ড হাসপাতালে। এর দ্বিতীয় দিনেই তার রক্তপ্রবাহ স্বাভাবিক হয়ে যায়। স্বাভাবিক পরিস্থিতিতে অক্সিজেন স্যাচুরেশনও ৯৯ শতাংশ। ৪৯ বছর বয়সের সাবেক এই ভারতীয় ক্রিকেটারকে গত সোমবার মোনোক্লোনাল অ্যান্টিবডি ককটেইল থেরাপি দেওয়া হয়।

এছাড়া, সৌরভের দুই ডোজ করোনা ভ্যাকসিনও নেওয়া ছিল। তবে শেষ কয়েক দিনে তার কাজের জন্যই বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে হয়েছে তাকে। ধারণা করা হচ্ছে, সেই কারণেই তিনি করোনায় আক্রান্ত হয়েছেন।

তবে এর আগেও সৌরভকে হাসপাতালে যেতে হয়েছে। ২০২১ সালে হৃদরোগের কারণে দুবার হাসপাতালে যান তিনি। দুবারই জরুরি অ্যাঞ্জিওপ্ল্যাস্টি’র জন্য হাসপাতালে ভর্তি হন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App