×

বিশেষ সংখ্যা

শূন্য থেকেই আমার একুশে ফেব্রুয়ারি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২১, ০৯:০৩ পিএম

শূন্য থেকেই আমার একুশে ফেব্রুয়ারি
শূন্যে ভর করে আছি শূন্যতাই আমার নির্ভরতা। শূন্যে আমার অমরত্ব শূন্যে আমার দাসত্ব শূন্যে আমার গিরি লঙ্ঘন শূন্যেই আমার পাতাল ভ্রমণ। শূন্য থেকেই আমার স্বাধীনতা সংগ্রাম শূন্য থেকেই আমার রেসকোর্স ময়দান শূন্য থেকেই আমার স্ফুলিঙ্গের ব্যাকুলতা শূন্য থেকেই আমার ঘোষিত মুক্তির বারতা। শূন্য থেকেই আমার শরৎ-হেমন্তের ধু-ধু মাঠ শূন্য থেকেই আমার শীত ও বসন্তের কোলাহল কোথাও বর্ষার জল, গ্রীষ্মের দাবদাহ শূন্য থেকেই আমার মাতৃভাষার নিঃশব্দ হাহাকার। শূন্য থেকেই নরম গোধূলি আগুনের তুফান ছোটাবে বরফের ছড়া থেকে গড়িয়ে গড়িয়ে আগুনের স্রোত শূন্য থেকেই আমার হৃদয় গোলাপ প্রস্ফুটিত হয় শূন্য থেকেই আমার একুশে ফেব্রুয়ারি, ছাব্বিশে মার্চ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App