×

সোশ্যাল মিডিয়া

মারা গেলো সেই ভাইরাল মিম বানানো 'কাবোসু'

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ মে ২০২৪, ০৯:৫৭ পিএম

মারা গেলো সেই ভাইরাল মিম বানানো 'কাবোসু'

ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগ মাধ্যমসহ নেট দুনিয়ায় মুখাবয়বের এক্সপ্রেশনের জন্য তুমুল সেই জনপ্রিয় ও আলোচিত কুকুর ‘কাবোসু’ মারা গেছে। শুক্রবার (২৪ মে) কুকুরটির মালিক আতসুকো সাতো (৬২) বিষয়টি নিশ্চিত করেছেন। খবর এনবিসি নিউজের

এনবিসির প্রতিবেদনে বলা হয়, কাবোসু শিবা ইনু কুকুর ইন্টারনেট মিমে অভিনয় করে আলোচনায় আসে। বিশ্বব্যাপী ভাইরাল হয় তার ছবি। লাখ লাখ কন্টেন্টে তা ব্যবহার করা হয়।

‘কাবোসু’ নামের কুকুরটির মালিক সাতো জাপানের চিবার সাকুরা শহরের কিন্ডারগার্টেন শিক্ষক। শুক্রবার (২৪ মে) তার ব্লগে একটি পোস্টে তিনি লেখেন, ‘আমি তাকে আদর করার সময় সে চুপচাপ ঘুমিয়ে পড়েছিলো। আমি মনে করি, কাবো-চান বিশ্বের সবচেয়ে সুখী কুকুর ছিলো এবং আমি ছিলাম সবচেয়ে সুখী মালিক।’

তিনি আরো লেখেন, রবিবার (২৬ মে) কুকুরটির অন্ত্যেষ্টিক্রিয়া করা হবে। এ দিন বিদায়ী পার্টির আয়োজন করবেন তিনি। সবাইকে নিয়ে কুকুরটিকে বিদায় দেবেন।

কাবোসুর সামান্য পার্শ্ব-চোখের চেহারার একটি ছবি ২০১৩ সালের দিকে টাম্বলার এবং বিভিন্ন অনলাইন চ্যাটরুমে ভাইরাল হয়। এটি সামাজিক ওয়েব যুগের সবচেয়ে আইকনিক এবং স্বীকৃত ছবিগুলোর মধ্যে একটি।

কাবোসুর মুখ অসংখ্য সামাজিক পোস্টে প্রদর্শিত হয়েছে। এমনকি ২০২১ সালে ৪ মিলিয়ন ডলারে ছবিটি বিক্রি হয়েছিল।

এদিকে একপর্যায়ে ক্রিপ্টোকারেন্সি ডোজকয়েনের প্রচারে ব্যবহার শুরু হয়। কুকুরটিই হয়ে ওঠে ডোজকয়েনের প্রতীক।

কুকুরটির মৃত্যুর খবরে ডোজকয়েনও মর্মাহত। তারা সমবেদনা জানিয়ে লিখেছে,‘কাবোসু আমাদের সবার বন্ধু এবং অনুপ্রেরণা। সে কেবল সুখ ও সীমাহীন ভালোবাসা বুঝতো। বিশ্বজুড়ে কুকুরটির প্রভাব অপরিমেয়।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App