×

সোশ্যাল মিডিয়া

আমার স্বামী আমার পড়ালেখায় খুব ডিস্টার্ব করে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৪, ০৯:৪৪ পিএম

আমার স্বামী আমার পড়ালেখায় খুব ডিস্টার্ব করে

আমি একটা সরকারি মেডিকেলে পড়ছি। পড়ালেখার অনেক চাপ। হলে থাকি। স্বামী অন্য জেলায় চাকরি করে। কিন্তু সমস্যা হলো সে প্রতিদিন কল করে অনেক বিরক্ত করে, সময় নষ্ট করে, আজাইরা প্যাঁচাল করে। যেমন কী খাইছ, কী পড়ছ, কী করছ ইত্যাদি ফালতু প্রশ্ন করে টাইম নষ্ট করে। প্রতিদিন সে কল করে এক দেড় ঘণ্টা বকবক করতে থাকে। 

আমার কথা হলো, দরকারি কোন কথা থাকলে সেটা বলার জন্য ফোন করলে ঠিক আছে। কিন্তু আজাইরা প্যাঁচাল করার জন্য তো কল করার দরকার নাই। ৫ মিনিট কথা বললেই তো হয়। 

আমি আমার বাবা মায়ের সাথেও ফোন করে ৫ মিনিটের বেশি সাধারণত কথা বলি না। কারণ ৫ মিনিটের বেশি কথা বলার মত কিছু খুঁজে পাই না। কিন্তু সেখানে স্বামী ফোন করলে ১ ঘণ্টার নিচে ছাড়তে চায় না যা বিরক্তিকর। আমি শুধু হু হা বলে এড়িয়ে যেতে চাই। 

এছাড়া সময় নাই, অসময় নাই যখন তখন ফোন দিয়ে বিরক্ত করে। সকালে আইটেমের প্যারায় বাঁচি না। উনি কল করবে। দুপুরে কল দেবে। বিকালে কল দেবে। আর রাতে কল করলে ১ ঘণ্টার নিচে ছাড়েই না। বিয়ে করে জীবন একেবারে তেজপাতা হয়ে গেছে। মনে হচ্ছে বিয়ে মানে উটকো এক ঝামেলা, ক্যারিয়ারের পথে এক বাধা। এখন গলায় হাড়ের মত বেধে আছে। না পারছি গিলতে, না পারছি উগড়াতে। 

এছাড়া অনেক বেশি ন্যাকামো করে যা ভাল লাগে না। যেমন নভেম্বর মাসের ২৩ তারিখ আমাদের তৃতীয় বিবাহবার্ষিকী ছিল। সে হুট করে ক্যাম্পাসে চলে এসেছে না বলেই। আর ১০০টা গোলাপ নিয়ে এসেছে। এটা করেছে না কি আমাকে সারপ্রাইজ দেয়ার জন্য। কিন্তু এসব ন্যাকামো আমার কাছে অসহ্য লাগে। 

আমি অনেক বাস্তববাদী মানুষ। আবেগ বা ইমোশনের বয়স আমার নাই। আমি যখন টিনএজ ছিলাম তখন এমন আবেগি আমি ছিলাম আমার এক্স বয়ফ্রেন্ডের জন্য। কিন্তু এখন বাস্তবতা ভাল লাগে। এসব লুতুপুতু ভাল লাগে না। 

আমার স্বামীর বয়স ৩১ কিন্তু উনি এখনো ইমম্যাচুয়র। বিয়ের আগে কখনো কোন সম্পর্ক উনার ছিল না। তাই উনি নারী-পুরুষের দাম্পত্য সম্পর্ক নিয়ে একটা রোমান্টাইজ ফ্যান্টাসিতে ভুগেন। কিন্তু জীবন তো আর শাহরুখ খানের সিনেমা না।  

যাই হোক, এখন কী করা যায়? তাকে কিভাবে বুঝানো যায় যে আমি ব্যস্ত থাকি। এভাবে দিনে নিয়ম করে ৪বার কল দেয়ার দরকার নাই। দরকারি কথা থাকলে কল দিবে, দরকার না থাকলে হুদাই কল দিয়ে বিরক্ত করার দরকার নাই। আর রাতে ৫-১০ মিনিট কথা বললেই হয়। এই জিনিসটা তাকে কিভাবে বলি?

ফাইন্ড মাই অ্যাডভোকেটের পেজ থেকে

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App