×

ধর্ম

হজ যাত্রীদের বহন করা বিমানে যান্ত্রিক ত্রুটি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ জুলাই ২০২৪, ০২:১৯ পিএম

হজ যাত্রীদের বহন করা বিমানে যান্ত্রিক ত্রুটি

ছবি : সংগৃহীত

কারিগরি ত্রুটির কারণে সৌদি আরব থেকে বাংলাদেশ বিমানের একটি ফিরতি হজ ফ্লাইট উড্ডয়ন করতে পারেনি। সৌদি স্থানীয় সময় শুক্রবার (১২ জুলাই) রাত ১টায় ২৬৫ জন যাত্রী নিয়ে স ফ্লাইটটির রওনা হওয়ান কথা থাকলেও যান্ত্রিক ত্রুটির কারণে তা সম্ভব হয়নি। ফ্লাইটে থাকা হজ যাত্রীদের একটি হোটেলে রাখা হয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম জানান, ২৬৫ জন হজ যাত্রী নিয়ে সৌদি আরব থেকে বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজ বিজি ৩৯৫৬ উড্ডয়ন করার কথা ছিল। কিন্তু কারিগরি ত্রুটির কারণে নির্ধারিত সময়ে ফ্লাইটটি উড্ডয়ন করতে পারেনি। তিন ঘণ্টা পরে আবারো ফ্লাইটটি উড্ডয়নের চেষ্টা করা হয়। তবে সম্ভব হয়নি।

তিনি আরো জানান, হাজীদের একটি হোটেলে নিয়ে রাখা হয়েছে। তাদের প্রয়োজনীয় যত্ন নেয়া হয়। সমস্যার সমাধান হলে ফ্লাইটটি দেশের উদ্দেশ্যে উড্ডয়ন করবে।

বিমানের ওই ফ্লাইটের যাত্রীদের একজন চুয়াডাঙ্গার অবসরপ্রাপ্ত শিক্ষক জাহিদুল হক জাহাঙ্গীর জানান, শুক্রবার দিবাগত রাত ১টায় তাদের বিমানটি জেদ্দা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল। যাত্রীরা বিমানে উঠে বসেন। পরে বিমানটি রানওয়ে থেকে কিছুদূর যাওয়ার পর আবার ফিরে আসে। যাত্রীদের যান্ত্রিক ত্রুটির কথা বলে কিছু সময় অপেক্ষা করতে বলে বিমান কর্তৃপক্ষ। তিন ঘণ্টা ধরে সবাই বিমানের ভেতর বসে গরমে অতিষ্ঠ হওয়ার এক পর্যায়ে যাত্রীদের আবার এয়ারপোর্টে নেয়া হয়।

আরো পড়ুন : হেঁটে হজে যাওয়া আলিফ ফিরছেন দেশে

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

যে কারণে দেবকে চান চয়নিকা

যে কারণে দেবকে চান চয়নিকা

দুইবার এগিয়ে গিয়েও মেসিদের ড্র

দুইবার এগিয়ে গিয়েও মেসিদের ড্র

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

চেন্নাই টেস্ট টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

ইসরায়েলি হামলায় গাজায় আরো ৪৮ ফিলিস্তিনি নিহত

ইসরায়েলি হামলায় গাজায় আরো ৪৮ ফিলিস্তিনি নিহত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App