×

রংপুর

তিস্তায় পানি স্বাভাবিক: আতঙ্কিত না হওয়ার পরামর্শ পাউবোর

Icon

নীলফামারী প্রতিনিধি

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৪, ০৮:৪৫ পিএম

তিস্তায় পানি স্বাভাবিক: আতঙ্কিত না হওয়ার পরামর্শ পাউবোর

ছবি: সংগৃহীত

তিস্তায় পানি স্বাভাবিক রয়েছে তাই বন্যার শঙ্কা নেই। তিস্তা পাড়ের মানুষদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। পাউবোর বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র সূত্র বলছে, শুক্রবার (২৩ আগস্ট) বিকেল ৩টায় তিস্তা ব্যারেজ পয়েন্টে নদীর পানিপ্রবাহ রেকর্ড করা হয়েছে ৫১ দশমিক ৪০ সেন্টিমিটার। 

যা বিপৎসীমার ৭৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে (স্বাভাবিক ৫২ দশমিক ১৫ সেন্টিমিটার)। সকাল ৯টায় ৫১ দশমিক ৪০ সেন্টিমিটার (৭৫ সেন্টিমিটার) নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছিল। এর আগে বৃহস্পতিবার (২২ আগস্ট) সন্ধ্যা ৬টায় তিস্তার পানি বিপদসীমার ৬৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়। 

ভারতের বাঁধ ভেঙে যাওয়ার কারণে তিস্তাপাড়ের হাজারও মানুষ আতঙ্কে দিন পার করছেন। উজানের ঢল যে কোনো সময় নীলফামারী ও লালমনিরহাটে প্রবেশ করে বন্যার সৃষ্টি হতে পারে এমন শঙ্কায় নির্ঘুম রাত পার করছে। 

আরো পড়ুন: তলিয়ে গেছে কাপ্তাই হ্রদের ঝুলন্ত সেতু

নীলফামারীর ডিমলা ও জলঢাকা উপজেলার তিস্তাপাড়ের মানুষের সঙ্গে কথা বলে জানা যায়, অনেকে বলছেন, ভারতের বাঁধ ভেঙে তিস্তা নদীতে বন্যা শুরু হবে। তাই দুদিন ধরে আতঙ্কে আছি। তবে আজ (শুক্রবার) এলাকায় মাইকিং-এ বলা হয় বন্যার শঙ্কা নেই। 

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আসফাউদ্দৌলা বলেন, তিস্তার পানি বিপদসীমার ৭৫ সেন্টিমিটার নিচে রয়েছে। প্রায় ২৫ দিনে গড়ে তিস্তা নদীর পানি বিপদসীমার ৫০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তিস্তাপাড়ের মানুষদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। এজন্য জনপ্রতিনিধি এলাকায় মসজিদ মন্দিরের মাধ্যমে মাইকিং করে বলা হয়েছে।  

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

যে পদ্ধতিতে ৪০ পেরিয়েও ত্বক থাকবে টানটান

যে পদ্ধতিতে ৪০ পেরিয়েও ত্বক থাকবে টানটান

রাঙামাটিতে সংঘর্ষের জেরে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

রাঙামাটিতে সংঘর্ষের জেরে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

পর্তুগালের নতুন রাষ্ট্রদূত হচ্ছেন ড. মাহফুজুল হক

পর্তুগালের নতুন রাষ্ট্রদূত হচ্ছেন ড. মাহফুজুল হক

২০ সেপ্টেম্বর: সারাদিন যা যা ঘটলো

২০ সেপ্টেম্বর: সারাদিন যা যা ঘটলো

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত
নির্বাহী সম্পাদক: এ কে সরকার

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App