দুই সন্তানসহ ব্যবসায়ীর স্ত্রীকে গলা কেটে হত্যা
আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৪, ০৫:০৩ পিএম
ছবি : প্রতীকী
পঞ্চগড়ের আটোয়ারীতে দুই সন্তানসহ ব্যবসায়ীর স্ত্রীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (১৪ আগস্ট) রাতে উপজেলার বলরামপুর ইউনিয়নের কুড়ুলিয়া গ্রামে ঘটে নৃশংস এই হত্যাযজ্ঞটি। এঘটনায় নবীন নামের একজনকে পুলিশ গ্রেপ্তার করা হয়েছে।
নিহতরা হলেন, কাপড় ব্যবসায়ী সেলিম শেখ এর স্ত্রী তাসলিমা আক্তার (৩৫) এবং তার দুই পুত্র সন্তান বোদা পাইলট উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র সৈকত (১৩) ও কেজি ওয়ানের ছাত্র সাইয়াম (৫)।
গৃহকর্তা সেলিম শেখ জানান, তিনি প্রতিদিনের ন্যায় দুপুরের খাওয়া শেষ করে বিকেলে বোদা বাজারে তার কাপড়ের দোকানে যান। রাত প্রায় সাড়ে দশটায় তিনি বাসা ফিরে স্ত্রী ও দুই সন্তানকে রক্তাক্ত অবস্থায় বাড়ির ডাইনিং রুমের মেঝেতে পড়ে থাকতে দেখে চিৎকার দেয়। এসময় প্রতিবেশীরা ছুটে আসে এবং পুলিশে খবর দেয়া হয়। মর্মান্তিক এই হত্যাকাণ্ড সর্ম্পকে তিনি বলেন, আমি অবশ্যই কাউকে না কাউকে সন্দেহ করি তবে সেটা প্রশাসনকে গোপনে জানাব।
আরো পড়ুন : যুবদলকর্মীর খণ্ডিত মরদেহ উদ্ধার
খবর পেয়ে সেনাবাহিনী, থানা পুলিশ, সিআইডি ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাসহ জনপ্রতিনিধিরা ঘটনাস্থল ছুটে আসেন। এদিকে গোয়েন্দা পুলিশের সদস্যরা নমুনা সংগ্রহ করে মরদেহ থানায় নিয়ে যায় পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের বিচার দাবি করেছেন স্বজনরা।
উপজেলা নির্বাহী অফিসার মো. শাফিউল মাজলুবিন জানান, এমন দৃশ্য অনেক কষ্টদায়ক। নিমর্মভাবে ওই নারী ও তার দুই সন্তানকে হত্যা করা হয়েছে। আটোয়ারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মুসা মিয়া তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, ধারণা করছি ব্যক্তিগত শত্রুতার জেরে মা ও দুই ছেলেকে নৃশংস ভাবে হত্যা করা হয়েছে। সিআইডি পুলিশের সদস্যরা নমুনা সংগ্রহ করেছেন।
তিনি জানান, বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহগুলো মর্গে পাঠানো হয়েছে এবং বাদীর এজাহারের ভিত্তিতে উপজেলার সাতখামার গ্রামের ফজলার রহমানের পুত্র নবীন (৩৫)কে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।