বাংলাদেশে হিন্দুদের ওপর হামলার প্রতিবাদে কানাডায় বিক্ষোভ
শংকর দত্ত, কানাডা থেকে
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৪, ০৯:৩৩ এএম
হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার প্রতিবাদে টরেন্টো নাথান ফিলিপ স্কয়ারের সামনে বিক্ষোভ সমাবেশ।
বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার প্রতিবাদে কানাডায় পৃথক পৃথক স্থানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ আগস্ট) টরেন্টো নাথান ফিলিপ স্কয়ারের সামনে এবং রবিবার (১১ আগস্ট) বাঙালি এলাকা নামে খ্যাত ড্যানফোর্থ এলাকার শহীদ মিনারে চত্ত্বরের পৃথক পৃথক স্থানে প্রতিবাদ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে অংশগ্রহণকারীরা বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বীদের ওপর সংঘটিত সব সহিংসতার বিচার দাবি জানান। একই সাথে হিন্দু ধর্মাবলম্বীদের অধিকার রক্ষায় হিন্দুদের সজাগ থাকতে অনুরোধ করা হয়। পৃথক দুই স্থানে বিক্ষোভ সমাবেশ পরিচালনা করেন নিরঞ্জন সরকার (বাচ্চু)।
সমাবেশে বক্তারা বলেন, সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে নারী ধর্ষণ, খুন, মন্দিরে অগ্নিসংযোগ, লুটপাট, বাড়িঘরে অগ্নিসংযোগের মতো নারকীয় ঘটনায় ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে। ঘটে মানবাধিকার লঙ্ঘনের মতো চরম রোমহর্ষক ঘটনা।
এই বিক্ষোভে টরেন্টোর সহস্রাধিক মানুষ অংশগ্রহণ করে। এছাড়া বিভিন্ন দেশের মানুষকে স্বতঃস্ফূর্তভাবে বিক্ষোভে অংশগ্রহণ করতে দেখা যায়। প্রযুক্তির কল্যাণে দেশ বিদেশের মানুষ বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বীদের নির্যাতনের ঘটনা সম্পর্কে জেনেছে বলে তারা উল্লেখ করেন। নাথান ফিলিপ স্কয়ারের সামনে প্রতিবাদ সমাবেশে টরেন্টোর বিশেষ ব্যক্তিবর্গের মাঝে সংসদ সদস্য কেভিন ভন, বিশ্ব হিন্দু পরিষদের প্রতিনিধি অভিষেক চৌবে, কানাডিয়ান হিন্দু চেম্বার অফ কমার্সের সাবেক সভাপতি নরেশ চাওডা উপস্থিত থেকে সংহতি প্রকাশ করেন। এতে গ্লোবাল বেঙ্গলি হিন্দু কোয়ালিশন অব কানাডাসহ অসংখ্য ব্যানারে মানুষজন জড়ো হয়ে একাত্মতা ঘোষণা করে।
আরো পড়ুন : ৪৮ জেলায় ২৭৮ জায়গায় হামলা ও হুমকি এসেছে
স্থানীয় ও আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরা সমাবেশটির সংবাদ সংগ্রহ করতে দেখা যায়। বেলা ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিক্ষোভ সমাবেশটি অনুষ্ঠিত হয়। সমাবেশ থেকে হিন্দু ধর্মাবলম্বীদের ওপর কোনো প্রকার মানবাধিকার লঙ্ঘন সহ্য করা হবে না বলে বাংলাদেশ সরকারকে সতর্ক করা হয়। এ দিকে ড্যানফোর্থের বিক্ষোভ সমাবেশ থেকে হিন্দু সম্প্রদায়ের পক্ষে কয়েকটি দাবি জানানো হয়। সমাবেশ থেকে কানাডা সরকারকে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে সহিংসতা ও নিপীড়নের প্রকাশ্যে নিন্দা করার আহ্বান জানানো হয়। একটি সুস্পষ্ট এবং দ্ব্যর্থহীন বিবৃতি মানবাধিকার এবং ধর্মীয় স্বাধীনতার বিষয়ে আমাদের অবস্থানকে পুনরায় নিশ্চিত করার অনুরোধ করা হয়।
বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের সুরক্ষার জন্য আন্তর্জাতিক পদক্ষেপের পক্ষে ওকালতি করতে কানাডার প্রভাব ব্যবহার আহ্বান জানানো হয়। এই নৃশংসতা বন্ধ করতে এবং জবাবদিহিতা নিশ্চিত করার জন্য বিশ্বব্যাপী চাপ গুরুত্বপূর্ণ বলে অভিমত প্রকাশ করা হয়। কানাডায় আশ্রয়প্রার্থী বাংলাদেশি হিন্দুদের এক্সপ্রেস ভিসা প্রদানের জন্য একটি দ্রুত প্রক্রিয়া বাস্তবায়ন করার দাবি জানানো হয়। বিক্ষোভ সমাবেশ থেকে ন্যায় বিচারের লড়াইয়ে ঐক্যবদ্ধ হওয়ার এবং মানবাধিকারের প্রতি অঙ্গীকারে অটল থাকার আহ্বান জানানো হয়। যতক্ষণ না আমরা বাংলাদেশের প্রতিটি হিন্দু, বৌদ্ধ, এবং খ্রিস্টানদের জন্য নিরাপত্তা এবং মর্যাদা নিশ্চিত না হয়, ততক্ষণ পর্যন্ত লড়াই চালিয়ে চাওয়ার প্রতিজ্ঞা করা হয়।
উল্লেখ্য, গত ৫ আগস্ট বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর থেকে হিন্দু ধর্মাবলম্বীদের উপর চলে নারকীয় তাণ্ডব। এতে চরমভাবে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে।