দেশের সুনাম বৃদ্ধিতে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলছেন প্রবাসীরা
ইউএই প্রতিনিধি
প্রকাশ: ০৭ আগস্ট ২০২৪, ০৮:৫৭ পিএম
দুবাইতে বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান শাহী রাসাই এর উদ্বোধন করেন স্থানীয় নাগরিক স্পন্সর সাঈদ হুমায়দা।
আরব আমিরাতে করোনাকালীন ব্যবসা-বাণিজ্য মন্দা গেলেও করোনা পরবর্তী সময়ে বাংলাদেশিরা ভালো আছেন। এইজন্য প্রবাসীরা নতুন নতুন ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলছেন। বক্তারা, আরব আমিরাতের আইন-কানুনের প্রতি শ্রদ্ধা রেখে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার কথা বলেন।
মঙ্গলবার (৬ আগস্ট) দুবাই গ্যাসেইস ফোরে গালাদারী ড্রাইভিং এর সন্নিকটে বাংলাদেশি মালিকানাধীন শাহী রাসই রেস্টুরেন্ট এর শুভ উদ্বোধনকালে বক্তারা এ কথা বলেন। প্রতিষ্ঠানটি ফিতা কেটে উদ্বোধন করেন স্থানীয় নাগরিক স্পন্সর সাঈদ হুমায়দা।
এসময় উপস্থিত ছিলেন- প্রতিষ্ঠানের পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম, আবুল নুর জামান, সাংবাদিক সাইফুল ইসলাম তালুকদার, সুলেইমান খাদেম, মোহাম্মদ তৌহিদ সহ বাংলাদেশ কমিউনিটির অনেকে।
প্রবাসী বাংলাদেশীদের স্বল্পমূল্যে স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশনের অঙ্গীকার নিয়ে এই প্রতিষ্ঠানের যাত্রা করেন বলে জানান উদ্যোক্তারা। তিনি সবার দোয়া ও সহযোগিতা কামনার পাশাপাশি আমিরাতে বন্ধ ভিসার দ্বার উন্মুক্ত করার জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।