×

প্রবাস

প্রবাসের কবিতা: দুর্নীতির কাছে পরাজয় নয়

রহমান মৃধা, সুইডেন থেকে

রহমান মৃধা, সুইডেন থেকে

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৪, ১১:০৯ পিএম

প্রবাসের কবিতা: দুর্নীতির কাছে পরাজয় নয়

সুইডেন থেকে প্রবাসের কবিতা লিখেছেন প্রবাসের কবিতা। ছবি: ভোরের কাগজ

আমি মরতে রাজি, তবু দুর্নীতির কাছে পরাজয় নয়, 

এ বুকের রক্তে লিখব আমি সততারই জয়। 

কঠিন এই জীবনপথ, সোজা নয়, বন্ধুর ভীষণ, 

তবু সত্যের পানে হাঁটব, দুর্নীতি করব নিরাশ্রয়। 

রাত্রি যত গভীর হোক, আঁধার যত গাঢ়, 

প্রভাত আসবেই, সূর্যের কিরণ জাগবে নতুন স্বপ্নের পাত্র। 

দুর্নীতির কালো ছায়া ঢাকতে চায় আলোর পৃথিবী, 

তবু আমি জানি, সত্যের দীপ নিভবে না কোনদিনও ধরণী।

প্রলোভনের হাতছানি, লোভের নির্মম জাল, 

আমি ছাড়ব না নীতি, ধরব না কোন অসৎ মাল। 

নিষ্ঠুরতার মুখোমুখি হয়ে, বলব আমি সগর্বে, 

আমি মরতে রাজি, তবে দুর্নীতির কাছে নত হব না কখনও, শপথ এই অন্তরের।

স্বপ্ন দেখব আমি, গড়ব এক নতুন দেশ, 

যেখানে সততা হবে শক্তি, দুর্নীতি হবে শেষ। 

আমাদের প্রজন্ম শিখবে, কেমন করে রাখতে মাথা উঁচু, 

কেমন করে লড়তে হয়, কোন অপরাধের ছায়া মুছে।

এই সময়ের ডাক, ছাত্র সমাজের আওয়াজ, 

দুর্নীতির বিরুদ্ধে লড়াই, আমাদের সত্যের সাজ। 

তোমরাও এসো, আমার সাথে ধরো সত্যের পথ, 

মিলিয়ে নিব আমরা দুর্নীতির বিষাক্ত শ্বাস।

আমাদের শপথ, আমাদের আশা, আমাদের এই রবি, 

আমরা মরতে রাজি, তবু দুর্নীতির কাছে পরাজিত হতে নয়। 

মরতে তো একদিন হবেই, 

তবে দুর্নীতি আর পথভ্রষ্টের স্পর্শে নয়। 

আমি মরতে চাই আজীবনের, 

বীর শ্রেষ্ঠ বাঙ্গালীর বাঙ্গালীত্ব নিয়ে, 

সবুজ ঘাসের নিচে, 

আমার সোনার বাংলার মাটিতে।

আমরা গড়ব এক নতুন ইতিহাস, 

সততার পতাকা উড়াবে আমাদের প্রত্যয়। 

দুর্নীতির বিরুদ্ধে লড়াই, আমাদের শেষ নিশ্বাস, 

বাংলার বুকে থাকবে আমাদের সত্যের আলয়।

আসুন সবাই মিলে হাত ধরাধরি করি, 

একসাথে বলি দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধের গান। 

আমাদের শক্তি, আমাদের সাহস, আমাদের ভালবাসা,

বাংলার মাটি রক্ষায়, সততার পতাকা নিয়ে আমরা হবো মহীয়ান।

রহমান মৃধা, সাবেক পরিচালক, ফাইজার, সুইডেন। [email protected]

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

১৩ সেপ্টেম্বর: সারাদিন যা যা ঘটলো

১৩ সেপ্টেম্বর: সারাদিন যা যা ঘটলো

ডোনাল্ড লু’র নেতৃত্বে আজ ঢাকায় আসছে মার্কিন প্রতিনিধিদল

ডোনাল্ড লু’র নেতৃত্বে আজ ঢাকায় আসছে মার্কিন প্রতিনিধিদল

রাজধানীতে ট্রাফিক পুলিশকে দুর্বৃত্তদের ছুরিকাঘাত

রাজধানীতে ট্রাফিক পুলিশকে দুর্বৃত্তদের ছুরিকাঘাত

বিএনপি নেতা আশফাকের নেতৃত্বে বায়রার ইসি বৈঠকে হামলা-ভাঙচুর

বিএনপি নেতা আশফাকের নেতৃত্বে বায়রার ইসি বৈঠকে হামলা-ভাঙচুর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App