×

প্রবাস

আমিরাতে স্কুলে যাওয়ার গাড়িতে শ্বাসরুদ্ধ হয়ে বাংলাদেশি শিশুর মৃত্যু

Icon

সাইফুল ইসলাম তালুকদার, ইউএই

প্রকাশ: ০৮ মে ২০২৪, ০৯:০৫ এএম

আমিরাতে স্কুলে যাওয়ার গাড়িতে শ্বাসরুদ্ধ হয়ে বাংলাদেশি শিশুর মৃত্যু

ছবি: সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের শারজাহ শহরে স্কুলে যাওয়ার গাড়িতে আটকা পড়া এক বাংলাদেশি শিশু শ্বাসরুদ্ধ হয়ে মারা গেছে। সোমবারের ওই ঘটনায় গাড়ি চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। পরদিন শিশুটির দাফন সম্পন্ন হয়েছে।

নিহত ৭ বছর বয়সী ইবনে সিনা স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। প্রবাসী প্রকৌশলী মোহাম্মদ রিয়াজের তিন সন্তানের মধ্যে মুনতাসীরই একমাত্র ছেলে ছিল। শারজাহ জুলেখা হাসপাতাল এলাকার বাসিন্দা রিয়াজের গ্রামের বাড়ি রংপুরে।

সোমবার সকালে মুনতাসীরসহ অন্য শিশুদের স্কুলে নেওয়ার জন্য তাদের বাসা থেকে গাড়িতে তোলেন নিয়মিত পরিবহন সেবাদানকারী এক নারী চালক। গাড়িটি স্কুলে পৌঁছার পর অন্য শিশুরা নেমে পড়লেও মুনতাসীর ঘুমে পড়ায় নামতে পারেনি।

এ অবস্থাতেই দরজা-জানালা বন্ধ করে রেখে গাড়িটি রেখে যান চালক। প্রায় ৭ ঘণ্টা পর বিকাল ৩টার দিকে স্কুলফেরা শিশুদের আনতে গিয়ে মুনতাসীরের নিথর দেহ চোখে পড়ে চালকের। এ ঘটনায় শারজাহর আল ওয়াসিত পুলিশ স্টেশনে একটি মামলা হয়েছে বলে জানিয়েছেন দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেটের এক কর্মকর্তা। তিনি বলেন, তারা ঘটনাটি সম্পর্কে অবগত আছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App