×

প্রবাস

আবুধাবি দূতাবাসের জাঁকজমকপূর্ণ বৈশাখী উৎসব

Icon

সাইফুল ইসলাম তালুকদার,ইউএই প্রতিনিধি

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৪, ১১:০৪ পিএম

আবুধাবি দূতাবাসের জাঁকজমকপূর্ণ বৈশাখী উৎসব

ছবি: ভোরের কাগজ

আবুধাবিস্থ বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে ১ হাজার প্রবাসীর উপস্থিতিতে  নানা আয়োজনের মধ্য দিয়ে জাঁকজমপুর্ণভাবে বাংলা নববর্ষ ও বৈশাখী উৎসব ১৪৩১ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ এপ্রিল)  আবুধাবির শেখ খলিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামিয়া স্কুল এন্ড কলেজের আয়োজনে দিনব্যাপী এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। উৎসবে দেশীয় খেলাধুলা, আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরষ্কার বিতরণসহ রেফেল ড্রয়ের আয়োজন করা হয়। 

অন্যান্য আয়োজনের মধ্যে বর্ষবরণের মেলার স্টলগুলো ছিলো বেশ আকর্ষণীয় ও চমকপ্রদ। যেমন বঙ্গবন্ধু পরিষদ আবুধাবির ইষ্টিকুটুম, বাংলাদেশ দূতাবাসের মাতৃভূমির ছোঁয়া, বাংলাদেশ সমিতি’র সোনার বাংলা, জনতা ব্যাংক, বাংলাদেশ বিমান আবুধাবি, বাংলাদেশ মহিলা সমিতির বৈশালী, ডিপ্লোমা ওয়েলফেয়ার এসোসিয়েশনের দুরন্ত বৈশাখ, মহিলা অঙ্গনের অপরাজিতা, বাংলাদেশ স্কুল ও কলেজের আহার বিহার, ইঞ্জিনিয়ার অ্যান্ড আর্কিটেক্ট আবুধাবির উষান, বরিশাল বিভাগ কল্যাণ পরিষদের স্টলসহ অন্যান্য সংগঠন ও প্রতিষ্ঠানের স্টলগুলো ছিলো বেশ আকর্ষণীয়। এছাড়া প্রতিটি স্টলে হরেক রকমের হাতের বানানো পিঠাপুলি, পান্তা ইলিশ, ভর্তা, দেশীয় নানা রকম খাবার, বস্ত্র শিল্পের স্টলসহ ছিলো নানা জিনিষপত্রের বাহারি সমাহার।

রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফরের সভাপতিত্বে এবং দূতাবাসের কাউন্সিলর লুৎফুন নাহার নাজিমের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন মহিলা এসোসিয়েশনের সভাপতি সালমা জাফর, জায়েদ ভার্সিটির অধ্যাপক ড. হাবীবুল হক খন্দকার, বাংলাদেশ সমিতির সভাপতি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন, বঙ্গবন্ধু পরিষদ আবুধাবির ভারপ্রাপ্ত সভাপতি ইমরাদ হোসেন ইমুসহ প্রমুখ ।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App