×

প্রবাস

ইউএই প্রবাসী সাংবাদিক সমিতির ইফতার ও আলোচনা সভা

Icon

কাগজ প্রতিবেদক, ইউএই

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৪, ০৮:৫৬ পিএম

ইউএই প্রবাসী সাংবাদিক সমিতির ইফতার ও আলোচনা সভা

ছবি: ভোরের কাগজ

সংযুক্ত আরব আমিরাত প্রবাসী সাংবাদিক সমিতির (প্রসাস) উদ্যোগে ‘মুমিন জীবনে মাহে রমজানের গুরুত্ব’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৫ এপ্রিল) দুবাইয়ের ফনিক্স হোটেল মিলনায়াতনে সভা ও ইফতার মাহফিলটি অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে প্রসাসের সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুল মান্নান ও সহসভাপতি নাসিম উদ্দীন আকাশ যৌথ সঞ্চালনা ও সমিতির সভাপতি সাইফুল ইসলাম তালুকদার সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুবাইতে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল বি এম জামাল হোসেন।

প্রসাসের আলোচনা সভা-ইফতার ও মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে কনসাল জেনারেল বি এম জামাল হোসেন বলেছেন, বাংলাদেশকে ইতিবাচক ব্র্যান্ডিংয়ে প্রবাসী সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন; যা বিদেশের মাটিতে বাংলাদেশের ভাবমূর্তি বাড়াচ্ছে।

এতে আরো বক্তব্য রাখেন সাংবাদিক জাহাঙ্গীর কবির বাপ্পি, আরটিভির প্রতিনিধি মো. শাফায়েত, সাংবাদিক ওবায়দুল হক মানিক, মোহাম্মদ সেলিম, মাহবুব সরকার, ব্যবসায়ী ফজলুল হক, কলম একাডেমির শাহেদ সরোয়ার, এইচ এম শওকত আলী মোল্লা, অধ্যক্ষ মোহাম্মদ রবিউল আলম, গোলাম সারোয়ার, সৈয়দ খোরশেদ আলম, খলিলুর রহমান খলু প্রমুখ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমার্শিয়াল কাউন্সিলর আশীষ কুমার সরকার, প্রথম সচিব (প্রেস) আরিফুর রহমান, বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুবাইয়ের সিনিয়র সহসভাপতি আইয়ুব আলী বাবুল সিআইপি, বাংলাদেশ সমিতি দুবাইয়ের সিনিয়র সহসভাপতি ইয়াকুব সৈনিক ও দুবাই বঙ্গবন্ধু পরিষদের সভাপতি কাজী মোহাম্মদ আলী।

এতে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ সমিতি সারজার সহসভাপতি শাখাওয়াত হোসেন, নেফ্লেক্স গ্রুপের চেয়ারম্যান সিআইপি এ কে আজাদ, সারজা বাংলাদেশ সমিতির সহসভাপতি মো. শাহাদাত হোসেন, ইউএই আওয়ামী লীগের উপদেষ্টা প্রকৌশলী আবু হেনা চৌধুরী, মিরসরাই সমিতির সাবেক সভাপতি মোজাহের উল্লাহ মিয়া, প্রসাসের সাবেক সভাপতি মো. নুরুল আফসার তৈয়বী, প্রেস ক্লাবের সভাপতি শিবলী আল সাদিক, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. সিরাজুল হক প্রমুখ।

ইফতারের আগে রমজানের ফজিলত সম্পর্কে আলোচনা এবং দেশ ও জাতির সুখ-শান্তি কামনা করে মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা নূরে বাংলা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App