×

প্রবাস

পর্তুগাল

নানামুখী দুশ্চিন্তা-চাপে বাংলাদেশিরা, বাড়ছে ব্রেন স্ট্রোকে মৃত্যু

Icon

ফরিদ আহমেদ পাটোয়ারী,পর্তুগাল থেকে

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৪, ০৯:৫৭ পিএম

নানামুখী দুশ্চিন্তা-চাপে বাংলাদেশিরা, বাড়ছে ব্রেন স্ট্রোকে মৃত্যু

ছবি: সংগৃহীত

পর্তুগালের অধিবিলাস শহরে আবুল কালাম আজাদ নামে এক প্রবাসী বাংলাদেশি মারা  গেছেন। শুক্রবার (২৬ জানুয়ারি) দেশটির রাজধানী লিসবনের স্থানীয় সাও যোজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জানা গেছে, নিহত আবুল কালাম আজাদ গাড়ি চালানো অবস্থায় ব্রেন স্ট্রোক করেন। পরে পর গত ১৬ দিন যাবত তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। হাসপাতালে চিকিৎসা শুরুর দিন থেকে তার অবস্থা সংকটজনক ছিল এবং তিনি কোমায় ছিলেন বলে হাসপাতাল থেকে জানানো হয়।

পর্তুগালে তিনি স্ত্রী ও তিন সন্তান নিয়ে বসবাস করতেন বলে প্রতিবেশী সূত্রে জানা গেছে। লাশ দাফনের বিষয়ে অধিবিলাসে বাংলাদেশ কমিউনিটির লোকজন যোগাযোগ করছেন। তার লাশ পর্তুগালে দাফন করা হবে তবে কবে কখন জানাজা হবে এ বিষয়ে সময় জানা যায়নি।

স্থানীয় অধিবিলাস মসজিদের দ্বিতীয় ইমাম প্রবাসী বাংলাদেশী শাহেদ আহমেদ খান বিষয়টি নিশ্চিত করেছেন। 

এদিকে, এর আগে গত সপ্তাহে মস্তিষ্কে রক্তক্ষরণে আরেক প্রবাসী মারা গেছেন। এছাড়া গত প্রায় এক বছর ধরে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর প্রবণতা অনেক বেড়েছে। অতিরিক্ত দুশ্চিন্তা, পারিবারিক চাপ আর্থিক, অসঙ্গতিসহ বিভিন্ন বিষয়কে কারণ হিসেবে দেখছেন বসবাসকারী প্রবাসী বাংলাদেশিরা। ফলে বাংলাদেশে থাকা পরিবার পরিজনদের প্রবাসীদের প্রতি কিছুটা নমনীয় হওয়ার পরামর্শ দিয়েছেন অনেকে। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App