×

প্রবাস

ফরাসি প্রেসিডেন্টের বাংলাদেশ সফর কী বার্তা দিচ্ছে?

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৩, ০৭:১৩ পিএম

ফরাসি প্রেসিডেন্টের বাংলাদেশ সফর কী বার্তা দিচ্ছে?
ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাখোঁর ঐতিহাসিক বাংলাদেশ সফর নিয়ে কমিউনিটি ব্যক্তিবর্গ ও সাংবাদিকদের সাথে মত বিনিময় সভার আয়োজন করেছে ফ্রান্সের বাংলাদেশ দূতাবাস। সভায় ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার মোহাম্মদ তালহা তার বক্তব্যে বলেন, ৩৩ বছর আগে ফ্রান্সের তৎকালীন প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া মিতেরা বন্যায় পীড়িত বাংলাদেশ দেখতে গিয়েছিলেন কিন্তু বর্তমান প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ গিয়েছেন উন্নয়নের বাংলাদেশ দেখতে, মাথা উঁচু করে এগিয়ে যাওয়া বাংলাদেশ দেখতে। রাষ্ট্রদূত বলেন, এই সফরের মাধ্যমে ফ্রান্স ইন্দো-প্যাসিফিক অঞ্চলের একটি শক্তি হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছে, তাঁর এই সফর গত ১৫ বছর চলমান উন্নয়নের পরম স্বীকৃতি। এই সফর বাংলাদেশের ঐতিহাসিক অর্জন। দূতাবাসের হেড অব চ্যান্সরি ওয়ালিদ বিন কাশেমের পরিচালনায় অনুষ্ঠানে আগত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি এম এ কাসেম, সাধারণ সম্পাদক দিলওয়ার হোসেন কয়েস, সাহেদ আলী, সৈয়দ ফয়সল ইকবাল হাসেমী, মোতালেব হোসেন, আলী আহম্মেদ জুবের, সালেহ আহমেদ, সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন ফেরদৌস আখঞ্জী, লুৎফুর রহমান বাবু, মোসাদ্দেক হোসেন সাইফুল প্রমুখ। সভায় অন্যান্যের মধ্য উপস্থিত ছিলেন ডিফেন্স অ্যাটাসি বিগ্রেডিয়ার জেনারেল মিজানুর রহমানসহ অন্যান্য শীর্ষ কর্মকর্তাবৃন্দ এবং ফ্রান্স আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ আবুল কাশেম, সহ সভাপতি শাহজাহান রহমান, মঞ্জুরুল হাসান সেলিম যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সেলিম ওয়াদা শেলু, টিপলু ফকির, খালেদ গোলাম কিবরিয়া, সম্পাদক মণ্ডলীর সদস্য আলী আক্কাস প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App