×

প্রবাস

৮ অক্টোবর উদ্বোধন হবে প্যারিসের প্রথম স্থায়ী শহীদ মিনার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৪৩ পিএম

৮ অক্টোবর উদ্বোধন হবে প্যারিসের প্রথম স্থায়ী শহীদ মিনার
বাঙালি জাতির গর্ব ও অহংকার বাংলা ভাষা ও শহীদ মিনার। ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা-স্মরণ আর বিশ্বের সকল মাতৃভাষা সুরক্ষার প্রত্যয়ের স্মারক এই শহীদ মিনার। ফ্রান্সের রাজধানী প্যারিসের প্রবাসীদের দীর্ঘদিনের প্রাণের দাবি একটি শহীদ মিনার। প্রবাসীদের এ স্বপ্নের শহীদ মিনার দেশি-বিদেশের অতিথিদের উপস্থিতিতে আগামী ৮ অক্টোবর উদ্বোধন হবে জানিয়েছেন প্যারিসের স্থায়ী শহীদ মিনার বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়কারী কাজী এনায়েত উল্লাহ। শুক্রবার প্যারিসের আয়েবা সদর দপ্তরে অ্যাসোসিয়েশন সিকুয়ানো আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেছেন। কাজী এনায়েত উল্লাহ বলেন, ২০২৪ সালে ২১ ফেব্রুয়ারিতে স্থায়ী শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে পারবেন সর্বসাধারণ। প্যারিসের বিখ্যাত সেইন্ট ডেনিস ইউনিভার্সিটির বার্নার্ড মারি স্কয়ারে কেন্দ্রীয় শহীদ মিনারের আদলে নির্মিত হয়েছে এই স্মৃতিস্তম্ভ। স্থায়ী শহীদ মিনারের উদ্যোক্তা স্বরূপ সদিওল বলেন, এমন উদ্যোগ সমস্ত বাংলাদেশিদের জন্য গৌরবের, বহির্বিশ্বে বাংলাদেশের ভাষা কৃষ্টি সংস্কৃতি মেলে ধরবে, বাংলাদেশকে নিয়ে যাবে অনন্য উচ্চতায়। সংবাদ সম্মেলনে স্থায়ী শহীদ মিনারের অর্থ সমন্বয়ক টিএম রেজা, বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফ্রান্সের সভাপতি সালেহ আহমদ চৌধুরী, ফ্রান্স বাংলাদেশ বিজনেস ফোরামের সাধারণ সম্পাদক সুব্রত ভট্টাচার্য শুভ, একুশে উদযাপন পরিষদ ফ্রান্সের সদস্য সচিব এমদাদুল হক স্বপনসহ প্যারিসে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, ইতোমধ্যে প্রশাসনিক কার্যকলাপ, নকশা অনুমোদন ও স্মৃতিস্তম্ভের কাজ শতভাগ শেষ হয়েছে। প্রায় ৮০ হাজার ইউরো ব্যয়ে নির্মিত এ শহীদ মিনারের নির্মাণ ব্যয়ের সিংহ ভাগ দিয়েছেন শহীদ মিনারের প্রধান সমন্বয়ক এবং অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশন (আয়েবা) মহাসচিব কাজী এনায়েত উল্লাহ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App