×

প্রবাস

প্রবাসের কবিতা: মনের সাথে মিতালী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৫৯ পিএম

প্রবাসের কবিতা: মনের সাথে মিতালী
আমি দুর্নীতি করি না আমার দুর্নীতি করার সুযোগ নেই আমি কি তাহলে ভালো মানুষ? আমার দুর্নীতি করার সুযোগ আছে আমি তবুও দুর্নীতি করি না আমি কি তাহলে ভালো মানুষ? অন্যেরা দুর্নীতি করে কিন্তু আমি করি না আমি কি তাহলে ভালো মানুষ? আমি ভালো খেলি তবুও জিতি না আমি কি ভালো খেলোয়াড়? আমি ভালো খেলি না কিন্তু জিতি আমি কি ভালো খেলোয়াড়? আমি একদিন মারা যাব কবে সেটা জানি না জানতে পারলে কী হতো? সেটা নিয়ে ভাবি না। গোটা বিশ্বের মানুষ এখন ব্যক্তিকেন্দ্রিক হয়েছে, তাতে কী যায় আসে মন সেটা বলেছে। ক্ষমতা আর দক্ষতা থাকিলে ভালো মানুষ হওয়া যায় অতি সহজে। কিছু না থাকিলে ভালো থাকা দায়। সবকিছু থাকিলে ভালো হওয়া যায়। তারপরও ভালো হতে মন নাহি চায়। জীবন মানে বেঁচে থাকা জীবন মানে মৃত্যু। আমি তোমার বন্ধু আর তুমি মোর শত্রু। যার আছে অঢেল সে আরো পেতে চায়। যার কিছু নেই সে শুধু খেতে চায়। সবাই চায় রাজা হতে গোলাম হতে কেউ চায় না। রাজার পতন হয়েছে, গোলামি কমেছে হঠাৎ কেন রাজা হতে ইচ্ছে তোমার হলো? মরার বুঝি ইচ্ছে খুব, সেটাই না বলো। মহাশূন্য গিয়ে দেখো চাঁদে কী আছে নাই। হার্ট যখন কাজ না করে, মেশিন দিয়ে সারো তা। আমি আছি খালি পেটে সেটা তুমি দেখো না। মন আমার এত কিছু বলে গেল তোমারে, বিবেক কাজ করে যদি বুঝবে তুমি আমারে। মানুষ হয়ে জন্মেছি তাই মানুষ হতে চাই। করো একটু মিতালী যদি মন চায়। লেখক: রহমান মৃধা, সাবেক পরিচালক, ফাইজার, সুইডেন থেকে, [email protected]

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App