×

প্রবাস

প্রবাসের কবিতা: ভীমরতি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ আগস্ট ২০২৩, ০৮:২৯ পিএম

প্রবাসের কবিতা: ভীমরতি
বলে যাও তুমি যা কিছু, দিয়ে যাও যত খুশি গালি। মনে কিছু করবো না আমি, সম্পর্কে তুমি শালী। কি করে তুমি পারিলে, চিন্তা নাহি করিলে। হঠাৎ তুমি চলে গেলে, আমারে একা ফেলি। সোমবারে তুমি বলেছিলে মোরে, চিন্তা না করিতে। মঙ্গল এবং বুধবারে তুমি, আসিলে বাড়িতে দেরিতে। পাত্তা দিলে না মোরে। বৃহস্পতিবারে ভেবেছি বারে বারে, কাল হবে শুক্রবার। পড়েছি আমি শালীর প্রেমে, কি হবে এখন আমার। শনিবারে তুমি আসিবে বলে, দিয়েছিলে মোরে কথা। ভেঙ্গে গেছে আজ হৃদয় মোর, বলিব এ কথা কারে? রবিবারে আমি ভেবেছি অনেক, আসিবে তুমি ফিরে। করেছে আমার হার্ট অ্যাটাক, তোমার চিন্তা করে। শুক্রবারে প্রেমে পড়েছি, শনিবারে করেছি অপেক্ষা, রবিবারে আমি দুঃখ পেয়েছি। তোমার ওই নীল চোখে, সাজানো রয়েছে এক তারা, চেয়ে চেয়ে দেখি আর, হই দিশাহারা। চমৎকার বিস্ময় তোমার মন, সর্বদা নতুন এক দৃশ্য। তোমার মুখের হাসি, আমি দেখতে ভালোবাসি। শালীর প্রেমে পড়েছি আমি, সব কিছু যখন অদৃশ্য। হঠাৎ চেয়ে দেখি আমি, নিজের বউয়ের দৃশ্য। ধরেছে মোরে ভীমরতি, ভাবছি এখন কী করি? বুন্ডি সাথে না থাকায়, জীবনের আজ এই গতি। লেখক: রহমান মৃধা, সাবেক পরিচালক, ফাইজার, সুইডেন থেকে, [email protected]

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App