Print

Bhorer Kagoj

পার্বতী বাউলকে সম্মাননা দিল শিল্পকলা একাডেমি

প্রকাশিত হয়েছে: অক্টোবর ৩১, ২০১৮ , ৩:০৫ অপরাহ্ণ | আপডেট: অক্টোবর ৩১, ২০১৮, ৩:১০ অপরাহ্ণ

কাগজ প্রতিবেদক

সাধনামগ্ন মানুষ পার্বতী বাউল। শৈশবে তার নাম ছিল মৌসুমী পারিয়াল। যার খড়মপরা পা জোড়া নাচে গানের তালে তালে। পায়ের গোড়ালি সমান জটা চুল উড়ে সুরের উঠানামায়। দেশভাগের আগে এই শিল্পীর পূর্ব পুরুষদের বাস ছিল বাংলাদেশের রাউজানের পশ্চিম গুজরার গ্রামে। দেশভাগের সময় পাড়ি জমান কলকাতায়। তিনি বাউল সাধিকা ফুলমালি দাসী, সনাতন দাস বাউল, শশাঙ্ক গোঁসাইয়ের কাছ থেকে বাউল দীক্ষা গ্রহণ করেন।

গত ২৮ থেকে ৩০ অক্টোবর বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে হলো বাউল সঙ্গীত কর্মশালা। উপমহাদেশের প্রখ্যাত এই শিল্পীর পরিচালনায় প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কর্মশালা হয়। যেখানে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সঙ্গীত ও বাউল শিল্পীসহ প্রতিশ্রæতিশীল ৪২ জন শিল্পী তিন দিনব্যাপী এই কর্মশালায় অংশগ্রহণ করেছেন। একাডেমির সঙ্গীত ও নৃত্যকলা ভবনের মহড়া কক্ষে কর্মশালার সমাপনী দিনে শিল্পী পার্বতী বাউলকে বাংলাদেশ শিল্পকলা একাডেমির পক্ষ থেকে সম্মাননা তুলে দেন একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের সনদপত্র প্রদান করা হয়। এ সময় কর্মশালায় অংশগ্রহণকারী বাউল শিল্পী মিলন ও বিপাশাকে কলকাতায় আশ্রমে নিয়ে গান শেখার জন্য বৃত্তি দেয়ার কথা ঘোষণা করেন শিল্পী পার্বতী বাউল।

সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারি সঙ্গীত কলেজের অধ্যক্ষ কৃষ্টি হেফাজ, জালের গানের শিল্পী রাহুল আনন্দ, বাউল গবেষক আবদেল মান্নান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কমল খালিদ।

উল্লেখ্য, বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে ২৭ অক্টোবর জাতীয় নাট্যশালা মিলনায়তনে শিল্পী পার্বতী বাউলের পরিবেশনায় বিশেষ সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

শিল্পকলার মঞ্চে ‘ইবলিশ’ : জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় মঞ্চস্থ হলো আরণ্যকের সাড়া জাগানো নাটক ‘ইবলিশ’। ১৯৮১ সালে নাটকটি প্রথম মঞ্চস্থ হয়। দীর্ঘ বিরতির পর মঞ্চে ফিরল ‘ইবলিশ’। রচনা ও নির্দেশনা দিয়েছেন মামুনুর রশীদ। নাটকের গল্পে বাংলাদেশের আবহমান গ্রাম বাংলার চিত্র তুলে ধরা হয়েছে। যেখানে দেখা যায়, মুষ্টিমেয় ভ‚স্বামী, বণিক, রাজপুরুষ, মোল্লা-পুরুতের নির্যাতনের চিত্র। যারা অর্থনৈতিক শ্রেণি বিন্যাসের দ্বারা কুক্ষিগত করে রেখেছে তারা। বঞ্চিত জীবন কাটিয়ে দেয়া নির্যাতিত জনগোষ্ঠী মাঝে মধ্যেই ক্রোধের দাহ ও দ্রোহ জ্বলে ওঠে। গ্রামের স্থির, নিশ্চল নিঃসর্গে লেগেছে ভাঙনের পালা। কৃষিনির্ভর জীবন থেকে গ্রামভিত্তিক শিল্প গড়ে তুলতে চায় অনেকেই। কিন্তু প্রতিক্রিয়ার শক্তি চায় শিল্পকে শহরকেন্দ্রিক করে রাখতে। এই দ্বন্দ্বের মধ্য দিয়েই এগিয়ে যায় ‘ইবিলশ’ নাটকটি।

‘ইবলিশ’ নাটকে একাব্বর চরিত্রে অভিনয় করেছেন মামুনুর রশীদ, গরীবুল্লাহ চরিত্রে ফজলুর রহমান বাবু, তালবেলাম চরিত্রে আজিজুল হাকিম, মুন্সী চরিত্রে শাহ আলম দুলাল, আতসী চরিত্রে মোমেনা চৌধুরী।

সম্পাদক : শ্যামল দত্ত

© ভোরের কাগজ 2002 – 2020

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী । মুদ্রাকর: তারিক সুজাত

কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, তৃতীয় তলা, ৭০ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, (নিউ সার্কুলার রোড, মালিবাগ), ঢাকা-১২১৭ ।
ফফোন: ৯৩৬০২৮৫, ৮৩৩১০৭৪ ফ্যাক্স: ৯৩৬২৭৩৪, সার্কুলেশন ও বিজ্ঞাপন : ৮৩৩১৮০৬ । ইমেইল: [email protected]