নানা আয়োজনে গতকাল মঙ্গলবার বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি শামসুর রাহমানের ৯০তম জন্মদিন উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বিকেলে একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে একক বক্তৃতানুষ্ঠানের আয়োজন করে বাংলা একাডেমি। এতে বক্তৃতা করেন শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রফিকউল্লাহ খান। সভাপতিত্ব করেন বাংলা একাডেমির ফেলো বিশিষ্ট কবি আসাদ চৌধুরী। স্বাগত বক্তব্য দেন বাংলা একাডেমির ভারপ্রাপ্ত মহাপরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেন।
শামসুর রাহমানের ‘তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা’ কবিতাটি আবৃত্তি করেন শিমুল মুস্তাফা। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কবি আসাদ মান্নান, হালিম আজাদ, লিলি হক প্রমুখ। সভাপতির বক্তব্যে কবি আসাদ চৌধুরী বলেন, বাংলাদেশের সমাজমানসের বিবর্তনের সঙ্গে শামসুর রাহমানের কবিতাকে মিলিয়ে পাঠ করলে আমরা দেখব তিনি এ অঞ্চলের সমস্ত সংগ্রামী, সদর্থক ও শুভবাদী আকাক্সক্ষার সঙ্গে যোগাযোগ অনুভব করেছেন। কবিতাকে জনপ্রিয় করেছেন। শিল্পমান অক্ষুণœ রেখেও কবিতাকে যে মানুষের কাছাকাছি নিয়ে আসা যায়Ñ সে সত্য তার হাতে প্রতিষ্ঠা পেয়েছে। উদ্ভট উটের পিঠে স্বদেশকে চলতে দেখেও তিনিই সেই কবিÑ যিনি বলতে পারেন ‘বাংলাদেশ স্বপ্ন দেখে।’
একক বক্তা অধ্যাপক রফিকউল্লাহ খান বলেন, শামসুর রাহমানের কবিতা ধারণ করেছে আমাদের সমাজসত্তার সামগ্রিক বিবর্তন। তিনি আমাদের চেতনার কাব্যিক রূপকার। ভাষা আন্দোলন
পূর্ববাংলার কবিতাকে যেভাবে বদলে দিয়েছে শামসুর রাহমানের কবিতাকেও সে প্রেক্ষাপটে বিচার করতে হবে। নিভৃত কাব্যলোক থেকে তিনি সমকালের রক্তক্ষতে আলোড়িত হয়েছেন, জাতীয় জীবনের মূল কেন্দ্রস্বরকে তার জীবনচেতনায় ভাস্বর করে তুলেছেন।
শ্রাবণ প্রকাশনী : প্রতিষ্ঠানটির হাতির পুলের রোজভিউ প্লাজার কার্যালয়ে শামসুর রাহমানের কবিতায় মুক্তিযুদ্ধ শীর্ষক আলোচনা ও আবৃত্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়। গতকাল সন্ধ্যায় আয়োজিত এ অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন শ্রাবণ প্রকাশনীর কর্ণধার রবীন আহসান। আবৃত্তি পরিবেশন করেন নাজমুল আহসান, মাসুম আজিজুল বাশার, সিমবাহিল মোকার রাবিন, রেজওয়ানা অনন্যা, পলি পারভীন, মাহেরা বিনতে রফিক, সাকিব আবদুল্লাহ প্রমুখ।
গুগল ডুডলে কবি শামসুর রাহমান : বাংলা সাহিত্যের প্রথিতযশা কবি শামসুর রাহমানের জন্মদিন উদযাপন করছে সার্চ ইঞ্জিন গুগলও। গতকাল কবির জন্মদিনে গুগল সার্চ ইঞ্জিনে গেলেই ভেসে উঠেছে কবির গুগল ডুডল। ওই ডুডলে কবি শামসুর রাহমানের একটি স্ক্যাচ দেখা গেছে।
© ভোরের কাগজ 2002 – 2020
প্রকাশক : সাবের হোসেন চৌধুরী । মুদ্রাকর: তারিক সুজাত
কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, তৃতীয় তলা, ৭০ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, (নিউ সার্কুলার রোড, মালিবাগ), ঢাকা-১২১৭ ।
ফফোন: ৯৩৬০২৮৫, ৮৩৩১০৭৪ ফ্যাক্স: ৯৩৬২৭৩৪, সার্কুলেশন ও বিজ্ঞাপন : ৮৩৩১৮০৬ । ইমেইল: [email protected]