Print

Bhorer Kagoj

নাইজেরিয়ার শিল্প প্রতিমন্ত্রীর সাথে বাংলাদেশ হাইকমিশনার এর সাক্ষাৎ

প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ৯, ২০১৮ , ৩:০০ পূর্বাহ্ণ | আপডেট: সেপ্টেম্বর ৯, ২০১৮, ৩:০০ পূর্বাহ্ণ

শামীম আহমেদ

শামীম আহমেদ

যুক্তরাষ্ট্র প্রতিনিধি নিউইয়র্ক থেকে

নাইজেরিয়ায় বাংলাদেশের হাইকমিশনার মান্যবর জনাব মোঃ শামীম আহসান,এনডিসি ৭ সেপ্টেম্বর নাইজেরিয়ার শিল্প, বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ক প্রতিমন্ত্রী আয়েশা আবুবকর এর সাথে সাক্ষাৎ করেন। বাণিজ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে উভয়পক্ষ দুদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক বিশেষ করে ব্যবসায় বাণিজ্য সম্প্রসারণের ওপর তাগিদ দেন। হাইকমিশনার বাংলাদেশে বিদেশী বিনিয়োগের ক্ষেত্রে নানাবিধ প্রণোদনার উল্লেখ করে নাইজেরিয়ার বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান। নাইজেরিয়ার বাজারে তৈরী পোষাক, সিরামিক সামগ্রী, পাটজাতদ্রব্য, ঔষধ ও হস্তশিল্পসহ অন্যান্য পণ্যের ব্যাপক চাহিদা আছে উল্লেখ করে তিনি বাংলাদেশ থেকে অধিকতর আমদানীর আহ্বান জানান। এক্ষেত্রে তিনি বাংলাদেশের রপ্তানী পণ্যের গুণগত মান ও প্রতিযোগিতামূলক দামের কথাও উল্লেখ করেন।

বাংলাদেশ হাইকমিশনার ও নাইজেরিয়ার প্রতিমন্ত্রী দুদেশের মধ্যে জোড়ালো ব্যবসায় বাণিজ্য সম্পর্ক প্রতিষ্ঠার লক্ষ্যে ‘বাংলাদেশ – নাইজেরিয়া চেম্বার অফ কমার্স’ গঠনের উপর জোর দেন। উল্লেখ্য, প্রায় বিশ কোটি নাগরিকের দেশ নাইজেরিয়া আফ্রিকার বৃহত্তম অর্থনীতি এবং বিশ্বের ৬ষ্ট বৃহত্তম তৈল উৎপাদনকারী দেশ।

সম্পাদক : শ্যামল দত্ত

© ভোরের কাগজ 2002 – 2017

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী । মুদ্রাকর: তারিক সুজাত

কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, তৃতীয় তলা, ৭০ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, (নিউ সার্কুলার রোড, মালিবাগ), ঢাকা-১২১৭ ।
ফফোন: ৯৩৬০২৮৫, ৮৩৩১০৭৪ ফ্যাক্স: ৯৩৬২৭৩৪, সার্কুলেশন ও বিজ্ঞাপন : ৮৩৩১৮০৬ । ইমেইল: info@bhorerkagoj.info