খুলনার ফুলতলা উপজেলার ডাউকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে দুইটি দেশি তৈরি শাটারগান ও দুই রাউন্ড গুলিসহ নড়াইল জেলার তালিকাভুক্ত সন্ত্রাসী মো. আক্তারুজ্জামান বাবুল ওরফে কোবরা বাবুলকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পুলিশ সুপার এস এম শফিউল্লাহ এ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ভোরে ফুলতলা উপজেলার ডাউকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় নড়াইল জেলার তালিকাভুক্ত সন্ত্রাসী মো. আক্তারুজ্জামান বাবুল ওরফে কোবরা বাবুলকে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করা হয়েছে। গোয়েন্দা পুলিশ (ডিবি)’র জেলা পরিদর্শক তোফায়েল আহমেদের নেতৃত্বে পুলিশ পরিদর্শক সেখ কনি মিয়া সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
তার বিরুদ্ধে ফুলতলা থানায় মামলা করা হয়েছে।
© ভোরের কাগজ 2002 – 2017
প্রকাশক : সাবের হোসেন চৌধুরী । মুদ্রাকর: তারিক সুজাত
কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, তৃতীয় তলা, ৭০ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, (নিউ সার্কুলার রোড, মালিবাগ), ঢাকা-১২১৭ ।
ফফোন: ৯৩৬০২৮৫, ৮৩৩১০৭৪ ফ্যাক্স: ৯৩৬২৭৩৪, সার্কুলেশন ও বিজ্ঞাপন : ৮৩৩১৮০৬ । ইমেইল: info@bhorerkagoj.info