Print

Bhorer Kagoj

ক্যালিফোর্নিয়ায় অ্যাপার্টমেন্টে গুলি, আহত ১০

প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ৩, ২০১৮ , ১০:৩৪ অপরাহ্ণ | আপডেট: সেপ্টেম্বর ৩, ২০১৮, ১০:৩৪ অপরাহ্ণ

কাগজ অনলাইন প্রতিবেদক

যুক্তরাষ্ট্রে ক্যালিফোর্নিয়া রাজ্যে গুলিতে অন্তত ১০ জন আহত হয়েছে। রোববার রাতে রাজ্যের সান বারনারডিনোতে একটি অ্যাপার্টমেন্টে এ ঘটনা ঘটে।

সিএনএন জানিয়েছে, সান বারনারডিনো পুরিশের মুখপাত্র ক্যাপ্টেন রিচার্ড লহেড জানিয়েছেন, গুলিবিদ্ধদের মধ্যে তিনজনের অবস্থা অত্যন্ত গুরুতর। সাপ্তাহিক ছুটির দিনে লস অ্যাঞ্জেলস শহর থেকে ৯৬ কিলোমিটার পূর্বে এই গোলাগুলির ঘটনা ঘটে।

ক্যাপ্টেন লহেড বলেন, রাত প্রায় পৌঁনে ১১টার দিকে গোলাগুলির ঘটনা ঘটে। আমাদের কাছে গোলাগুলির খবর আসে। আমরা ঘটনাস্থলে গিয়ে ১০ জনকে আহত অবস্থায় পাই। তারা সবাই অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের একটি স্থানে গুলিবিদ্ধ হয়েছেন।

ওই অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের পাশে বসবাসকারী আলিসা মারি নামের একজন সিএনএনকে বলেছেন, তিনি উপর্যুপরি ১৫ থেকে ২০ রাউন্ড গুলির শব্দ শুনেছেন।

সোমবার সকালে ক্যাপ্টেন লহেড বলেন, গোয়েন্দা বিভাগ এখন পর্যন্ত এ ঘটনায় কোনো সন্দেহভাজন অপরাধী গ্রেপ্তার বা ঘটনার কারণ বের করতে পারেনি।

সম্পাদক : শ্যামল দত্ত

© ভোরের কাগজ 2002 – 2017

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী । মুদ্রাকর: তারিক সুজাত

কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, তৃতীয় তলা, ৭০ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, (নিউ সার্কুলার রোড, মালিবাগ), ঢাকা-১২১৭ ।
ফফোন: ৯৩৬০২৮৫, ৮৩৩১০৭৪ ফ্যাক্স: ৯৩৬২৭৩৪, সার্কুলেশন ও বিজ্ঞাপন : ৮৩৩১৮০৬ । ইমেইল: info@bhorerkagoj.info