প্রকাশিত হয়েছে: অক্টোবর ২৯, ২০১৭ , ৩:৫৪ অপরাহ্ণ | আপডেট: অক্টোবর ২৯, ২০১৭, ৩:৫৪ অপরাহ্ণ
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় মাহিন (৪) নামে এক শিশুর পানিতে ডুবে মৃত্যু হয়েছে। সে উপজেলার মির্জাপুর গ্রামে প্রবাসী মো. মাহাবুবুর রহমানের ছেলে।
জানা যায়, রবিবার সকালে বাড়ি পাশে খেলা করার সময় কোন এক সময় পুকুরে পড়ে যায়। বেলা ১১টার সময় আশপাশের লোকজন পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে তাকে উদ্ধার করে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এই ব্যাপারে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ মো. আলী আর্শাদ জানান, বসত ঘরের পাশে খেলা করার সময় বাড়ির পুকুরে পড়ে গেলে তার মৃত্যু হয়। প্রতিবেশী লোকজন তাকে উদ্ধার করলে বিজয়নগর থানা পুলিশ ঘটনার স্থলে যায়।
সম্পাদক : শ্যামল দত্ত
© ভোরের কাগজ 2002 – 2020
প্রকাশক : সাবের হোসেন চৌধুরী । মুদ্রাকর: তারিক সুজাত
কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, তৃতীয় তলা, ৭০ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, (নিউ সার্কুলার রোড, মালিবাগ), ঢাকা-১২১৭ ।
ফফোন: ৯৩৬০২৮৫, ৮৩৩১০৭৪ ফ্যাক্স: ৯৩৬২৭৩৪, সার্কুলেশন ও বিজ্ঞাপন : ৮৩৩১৮০৬ । ইমেইল: [email protected]