Print

Bhorer Kagoj

বিদায়ী সপ্তাহে দর কমেছে ১৩ খাতে

প্রকাশিত হয়েছে: আগস্ট ১১, ২০১৮ , ২:৪৬ অপরাহ্ণ | আপডেট: আগস্ট ১১, ২০১৮, ২:৪৬ অপরাহ্ণ

অনলাইন প্রতিবেদক

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর (রিটার্ন) কমেছে ১৩ খাতে। দর বেড়েছে বাকী ৭ খাতে। লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর কমেছে টেলিকমিউনিকেশন খাতে। এই খাতে ৬ দশমিক ৪৬ শতাংশ দর কমেছে। এরপরে কাগজ খাতে ৫ দশমিক ৭৭ শতাংশ দর কমেছে।

অন্য খাতগুলোর মধ্যে সিমেন্ট খাতে ২.১৭ শতাংশ, সিরামিক খাতে ২.৭৭ শতাংশ, প্রকৌশল খাতে দশমিক ১৭ শতাংশ, আইটি খাতে ২.৩০ শতাংশ, পাট খাতে ৩.৮৯ শতাংশ, বিবিধ খাতে ৪.৪৭ শতাংশ, মিউচ্যুয়াল ফান্ড খাতে দশমিক ২৬ শতাংশ, আর্থিক খাতে ১.৫৫ শতাংশ, ওষুধ-রসায়ন খাতে দশমিক ২৮ শতাংশ, সেবা-আবাসন খাতে ১.৭৯ শতাংশ, ট্যানারি খাতে দশমিক ৮১ শতাংশ ও বস্ত্র খাতে ৬.৪৬ শতাংশ দর কমেছে।

দর বেড়েছে বাকী ৭ খাতে। সবচেয়ে বেশি দর বেড়েছে ব্যাংক খাতে। এই খাতে ৩.১ শতাংশ দর বেড়েছে। এরপর খাদ্য খাতে দশমিক ৭৩ শতাংশ, জ্বালানি-বিদ্যুৎ খাতে দশমিক ৩৯ শতাংশ, সাধারণ বিমা খাতে দশমিক ৩৫ শতাংশ, জীবন বিমা খাতে ২.৬০ শতাংশ ও ভ্রমণ-অবকাশ খাতে ১.৯৬ শতাংশ দর বেড়েছে।

সম্পাদক : শ্যামল দত্ত

© ভোরের কাগজ 2002 – 2017

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী । মুদ্রাকর: তারিক সুজাত

কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, তৃতীয় তলা, ৭০ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, (নিউ সার্কুলার রোড, মালিবাগ), ঢাকা-১২১৭ ।
ফফোন: ৯৩৬০২৮৫, ৮৩৩১০৭৪ ফ্যাক্স: ৯৩৬২৭৩৪, সার্কুলেশন ও বিজ্ঞাপন : ৮৩৩১৮০৬ । ইমেইল: info@bhorerkagoj.info