Print

Bhorer Kagoj

কালাইয়ে অন্তঃসত্ত্বা গৃহবধূর আত্মহত্যা

প্রকাশিত হয়েছে: অক্টোবর ২৫, ২০১৭ , ৯:২২ অপরাহ্ণ | আপডেট: অক্টোবর ২৫, ২০১৭, ১০:২৬ অপরাহ্ণ

কাগজ অনলাইন প্রতিবেদক

পারিবারিক কলহের জের ধরে জয়পুরহাটের কালাইয়ে নুহিদা আক্তার (৩৫) নামে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। উপজেলার চক বাড়ইল গ্রামে মঙ্গলবার এ ঘটনা ঘটে। আজ বুধবার কালাই থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে প্রেরণ করে।

জানা গেছে, উপজেলার চক বাড়ইল গ্রামের বেলালের ছেলে জাহাঙ্গীর (৪০) তার স্ত্রী নুহিদা পারিবারিক কলহের কারণে গত মঙ্গলবার সন্ধ্যায় তার শয়নকক্ষে গলায় ওড়না পেঁচিয়ে তালার বাঁশের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে পুলিশ আজ বুধবার সকালে চক বাড়ইল গ্রাম থেকে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। নুহিদার স্বজনরা জানান, নুহিদা স্বামীর শারীরিক নির্যাতন সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছে।

কালাই থানান ওসি আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে জানান, নুহিদার লাশ মর্গে পাঠানো হয়েছে।

সম্পাদক : শ্যামল দত্ত

© ভোরের কাগজ 2002 – 2017

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী । মুদ্রাকর: তারিক সুজাত

কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, তৃতীয় তলা, ৭০ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, (নিউ সার্কুলার রোড, মালিবাগ), ঢাকা-১২১৭ ।
ফফোন: ৯৩৬০২৮৫, ৮৩৩১০৭৪ ফ্যাক্স: ৯৩৬২৭৩৪, সার্কুলেশন ও বিজ্ঞাপন : ৮৩৩১৮০৬ । ইমেইল: info@bhorerkagoj.info