Print

Bhorer Kagoj

গ্রেপ্তার সীমাহীন পর্যায়ে নিয়ে গেছে সরকার : ফখরুল

প্রকাশিত হয়েছে: অক্টোবর ২৪, ২০১৭ , ৬:৩৯ অপরাহ্ণ | আপডেট: অক্টোবর ২৪, ২০১৭, ৬:৩৯ অপরাহ্ণ

কাগজ অনলাইন প্রতিবেদক

সরকার নিজেদের অস্তিত্ব রক্ষায় বিরোধী রাজনৈতিক দলের নেতা-কর্মীদের গ্রেপ্তারের বিষয়টিকে সীমাহীন পর্যায়ে নিয়ে ‘বর্বর খেলায় মেতেছে’ বলে মন্তব‌্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার এক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, ‘শাসকগোষ্ঠী নিজেদের অস্তিত্বের প্রশ্নে এখন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে তাদের গ্রেপ্তারের মাধ্যমে কারান্তরীণ করতে নিষ্ঠুর আচরণের মাত্রাকে সীমাহীন পর্যায়ে নিয়ে গেছে।’

‘সরকার দেশের সাধারণ মানুষসহ বিরোধীদলের নেতা-কর্মীদের জীবন নিয়ে যে বর্বর খেলায় মেতেছে, সেটির অবসান ঘটাতে জনগণের ঐক্যের কোনো বিকল্প নেই।’

সোমবার রাতে গাইবান্ধা জেলা ছাত্রদল সভাপতি খন্দকার জাকারিয়া জিম এবং ঢাকা জেলা ছাত্রদল সাধারণ সম্পাদক জাহিদুল হক জুয়েলকে গ্রেপ্তারের ঘটনায় প্রতিবাদ জানিয়ে গণমাধ‌্যমে এই বিবৃতি পাঠান মির্জা ফখরুল।

তিনি বলেন, ‘দেশে বিএনপিসহ বিরোধী রাজনৈতিক দলের নেতা-কর্মীদেরকে ধারাবাহিকভাবে গ্রেপ্তারের অংশ হিসেবেই ছাত্রদলের দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।’

মির্জা ফখরুল অবিলম্বে মামলা প্রত্যাহার এবং তাদের নিঃশর্ত মুক্তির দাবি জানান।

সম্পাদক : শ্যামল দত্ত

© ভোরের কাগজ 2002 – 2020

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী । মুদ্রাকর: তারিক সুজাত

কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, তৃতীয় তলা, ৭০ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, (নিউ সার্কুলার রোড, মালিবাগ), ঢাকা-১২১৭ ।
ফফোন: ৯৩৬০২৮৫, ৮৩৩১০৭৪ ফ্যাক্স: ৯৩৬২৭৩৪, সার্কুলেশন ও বিজ্ঞাপন : ৮৩৩১৮০৬ । ইমেইল: [email protected]