Print

Bhorer Kagoj

রোহিঙ্গাদের ৮ মিলিয়ন সুইস ফ্রাঙ্কে সহায়তা দেবে সুইজারল্যান্ড

প্রকাশিত হয়েছে: অক্টোবর ২৪, ২০১৭ , ৬:৩৫ অপরাহ্ণ | আপডেট: অক্টোবর ২৪, ২০১৭, ৬:৩৫ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক

জ্যেষ্ঠ প্রতিবেদক

রোহিঙ্গা সংকটের পরিসর বিবেচনা করে সুইজারল্যান্ড আর্থিক সহযোগিতার পরিমাণ ৮ মিলিয়ন সুইস ফ্রাঙ্কে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায় রোহিঙ্গা শরণার্থী সংকট মোকাবেলায় মানবিক সহায়তা প্রদানের জন্য তহবিল সংগ্রহের লক্ষ্যে সোমবার জেনেভাতে এক বৈঠকে মিলিত হয়।

বৈঠকে বাংলাদেশে আশ্রয় নেয়া বলপূর্বক বাস্তুচ্যুত মিনায়মারের রোহিঙ্গা নাগরিকদের জন্য সুইজারল্যান্ড মানবিক সহযোগিতার পরিমাণ ৮ মিলিয়ন সুইস ফ্রাঙ্কে উন্নীত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সুইজারল্যান্ড দূতাবাস ঢাকার এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ মঙ্গলবার এ কথা জানানো হয়।

সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কোঅপারেশন (এসডিসি)-এর মানবিক সহায়তা বিভাগ ইউএনএইচসিআর, আইওএম ও ডব্লিউএফপি এবং বিভিন্ন এনজিও পরিচালিত কর্মকাণ্ডে সুইজারল্যান্ডের অঙ্গীকারের প্রায় অর্ধেক পরিমাণ অর্থ ইতিমধ্যে প্রদান করেছে।

বাংলাদেশের জনগণের দ্বারা প্রদর্শিত সংহতি ও উদারতা সত্তে¡ও রোহিঙ্গাদের জন্য সুরক্ষা, পানি, খাদ্য ও স্যানিটেশনসহ সকল খাতে এখনও ব্যাপক সাহায্যের চাহিদা রয়েছে।

রোহিঙ্গা আশ্রয়গ্রহণকারীদের জন্য সুইজারল্যান্ড তাবু ও অন্যান্য জরুরি সরঞ্জামাদিও সরবরাহ করেছে। সুইস মানবিক সহায়তা বিভাগের মাধ্যমে নিয়োজিত তিনজন সুইস বিশেষজ্ঞ কক্সবাজারে আন্তর্জাতিক সংস্থাগুলোর কর্মকাণ্ডে সহায়তা করে যাচ্ছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মিয়ানমারের রাখাইন রাজ্যে মানবাধিকার লঙ্ঘনের যে তথ্য বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে, তাতে সেখানকার নিরাপত্তা ও মানবিক পরিস্থিতি নিয়ে সুইজারল্যান্ড গভীরভাবে উদ্বিগ্ন।

সুইজারল্যান্ড রাখাইন রাজ্যে ২৫ আগস্ট পুলিশ স্টেশনে হামলার নিন্দা জানানোর পাশাপাশি এই হামলার প্রতিক্রিয়ায় সরকারি বাহিনী দ্বারা সেখানে সংঘটিত ধ্বংসযজ্ঞেরও নিন্দা জানায়।

সুইজারল্যান্ড মিয়ানমার সরকারকে আন্তর্জাতিক আইনের অধীনে তার বাধ্যবাধকতাসমূহের প্রতি পুরোপুরি সম্মান প্রদর্শনের আহ্বান জানায়। বিশেষত, সকল মানবাধিকার লঙ্ঘন রোধ করা এবং এই ধরনের অপরাধের সঙ্গে জড়িতদের বিচারের সম্মুখীন করার ওপর জোর দেয়, যা কিনা উদ্বাস্তুদের প্রত্যাবর্তনের ক্ষেতে প্রস্তুত করবে।

বৈঠকে সুইজারল্যান্ড মিয়ানমার সরকারকে রাখাইন রাজ্য বিষয়ক উপদেষ্টা কমিশনের সুপারিশসমূহ অবিলম্বে বাস্তবায়নের জন্য পদক্ষেপ গ্রহণের আহ্বান জানায়। বাসস

সম্পাদক : শ্যামল দত্ত

© ভোরের কাগজ 2002 – 2020

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী । মুদ্রাকর: তারিক সুজাত

কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, তৃতীয় তলা, ৭০ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, (নিউ সার্কুলার রোড, মালিবাগ), ঢাকা-১২১৭ ।
ফফোন: ৯৩৬০২৮৫, ৮৩৩১০৭৪ ফ্যাক্স: ৯৩৬২৭৩৪, সার্কুলেশন ও বিজ্ঞাপন : ৮৩৩১৮০৬ । ইমেইল: [email protected]