Print

Bhorer Kagoj

অর্বাচীন বেদনার কাব্য-কাজী সুলতানা শিমি

প্রকাশিত হয়েছে: এপ্রিল ২০, ২০১৮ , ৮:৪৫ অপরাহ্ণ | আপডেট: এপ্রিল ২০, ২০১৮, ৮:৪৫ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক

জ্যেষ্ঠ প্রতিবেদক

সূর্য দীঘল পথে যেতে যেতে ভুলেই গিয়েছি
খুব কাছেই রয়ে গেছে অমানিশার কুহক
এভাবেই ক্রমশঃ দুরে সরে গেছে পৃথিবী
দুরে সরে সরে গেছে নিবিড় বন্ধন
কতো কি যে বলিনি,
যতোটা অনুনয় করার ছিল, করেছি –
ততোবেশী দুরে সরে গেছো স্বেচ্ছায়
দূরত্বের দৈর্ঘ্য বেড়ে বেড়ে ছুঁয়েছে আকাশ।
অর্বাচীন বেদনায় পুড়তে থাকা এই আমি
তবুও মায়ার প্রদীপ জ্বালিয়ে, প্রতীক্ষায় রয়েছি
ফিরিয়ে দিয়েছি সব আহবান, উপেক্ষার দৃষ্টি মেলে-
সবকিছু নিঃশেষ হলে
ফিরে এসো প্রাঙ্গণে আমার…
অগুনতি অভিমান আর অবজ্ঞা মুছে ফেলে,
স্পন্দনে মিশে থাকা এই তোমাকেই
আলিঙ্গনে জড়িয়ে নেবো অতৃপ্ত তৃষ্ণায়। জানিনি,
অলক্ষ্যে সঞ্চিত ছিলো কিছু অবিনশ্বর বিশ্বাস!

সম্পাদক : শ্যামল দত্ত

© ভোরের কাগজ 2002 – 2020

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী । মুদ্রাকর: তারিক সুজাত

কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, তৃতীয় তলা, ৭০ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, (নিউ সার্কুলার রোড, মালিবাগ), ঢাকা-১২১৭ ।
ফফোন: ৯৩৬০২৮৫, ৮৩৩১০৭৪ ফ্যাক্স: ৯৩৬২৭৩৪, সার্কুলেশন ও বিজ্ঞাপন : ৮৩৩১৮০৬ । ইমেইল: [email protected]