পেরুর দক্ষিণ-পূর্বাঞ্চলে একটি সরু পাহাড়ি রাস্তা থেকে বাস খাদে পড়ে দুই শিশুসহ ২৫ জনের মৃত্যু হয়েছে।
এই ঘটনায় আহত হয়েছেন আরো ৩৪ জন। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সময় সোমবার এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় এক পুলিশ কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে বলেন, হুয়ানকাভেলিকা অঞ্চলে ভোরের আগেই দুর্ঘটনাটি ঘটে। বাসটি ২০০ মিটার গভীর খাদে পড়ে যায়।
পেরুর প্রতিরক্ষামন্ত্রী জর্জ শ্যাভেজ বলেন, দুর্ঘটনায় ২৫ জন নিহত ও ৩৪ জন আহত হয়েছেন।
দুর্ঘটনাস্থলের ছবিতে দেখা যায়, বিধ্বস্ত বাসটি নদীর পাশে পড়ে আছে। সেখানে উদ্ধারকর্মীরা উদ্ধার কাজ চালাচ্ছে।
এ দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন পেরুর প্রেসিডেন্ট দিনা বলুয়ার্তে।
উল্লেখ্য, এই ধরনের বাস দুর্ঘটনা পেরুতে একটি নিয়মিত ঘটনা। বিশেষ করে রাতে পাহাড়ের হাইওয়েতে। রাস্তার খারাপ অবস্থা, সাইনবোর্ডের অভাব এবং ট্রাফিক নিয়মের দুর্বল প্রয়োগ যা দ্রুত গতিতে পরিচালিত করে সড়ক দুর্ঘটনা বৃদ্ধির কয়েকটি কারণ।
গত মাসে একই এলাকায় একটি দুর্ঘটনায় ১৩ জন নিহত এবং পাঁচজন গুরুতর আহত হন। দেশটির সরকারি পরিসংখ্যান অনুসারে, শুধুমাত্র ২০২২ সালে দক্ষিণ আমেরিকার দেশটিতে ট্র্যাফিক দুর্ঘটনায় প্রায় ৩ হাজার ৩০০ জন মারা গেছে।
© ভোরের কাগজ 2002 – 2020
প্রকাশক : সাবের হোসেন চৌধুরী । মুদ্রাকর: তারিক সুজাত
কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, তৃতীয় তলা, ৭০ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, (নিউ সার্কুলার রোড, মালিবাগ), ঢাকা-১২১৭ ।
ফফোন: ৯৩৬০২৮৫, ৮৩৩১০৭৪ ফ্যাক্স: ৯৩৬২৭৩৪, সার্কুলেশন ও বিজ্ঞাপন : ৮৩৩১৮০৬ । ইমেইল: [email protected]