কিশোরগঞ্জে ২৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (৬ জুন) ভোরে ভৈরব ময়মনসিংহ আঞ্চলিক সড়কের বড়পোল মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃত দুই মাদক ব্যবসায়ী হলেন, মোঃ খোকন ভূইয়া (৩৮) ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর উপজেলার পাইকপাড়া এলাকার মৃত সৈয়দ ভূইয়ার ছেলে এবং মোঃ সাদেকুল ইসলাম ওরফে সাদেক (৩৫) একই উপজেলার চান্দী এলাকার মৃত মজনু ভূইয়ার ছেলে।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে প্রাপ্ত তথ্য অনুযায়ী কিশোরগঞ্জ সদর বড়পোল মোড় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তারা। এসময় কৌশলে লুকিয়ে রাখা দুই মাদক ব্যবসায়ীর কাছ থেকে ২৫ কেজি গাঁজাসহ আটক করে ডিবি পুলিশ।
ডিবি পুলিশ আরও জানায়, আটককৃত মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবত ব্রাহ্মণবাড়িয়া সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য এনে কিশোরগঞ্জ জেলা ও আশেপাশের এলাকাগুলোর স্কুল কলেজের কোমলমতি ছাত্র ও যুব সমাজকে টার্গেট করে বিক্রয় করতো।
পরে আটককৃত দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ডিবি পুলিশ বাদি হয়ে কিশোরগঞ্জ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি একটি মামলা দায়ের করেন।
© ভোরের কাগজ 2002 – 2020
প্রকাশক : সাবের হোসেন চৌধুরী । মুদ্রাকর: তারিক সুজাত
কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, তৃতীয় তলা, ৭০ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, (নিউ সার্কুলার রোড, মালিবাগ), ঢাকা-১২১৭ ।
ফফোন: ৯৩৬০২৮৫, ৮৩৩১০৭৪ ফ্যাক্স: ৯৩৬২৭৩৪, সার্কুলেশন ও বিজ্ঞাপন : ৮৩৩১৮০৬ । ইমেইল: [email protected]