বলিউডের এক সময়ের চর্চিত নায়িকার বায়োপিকে অভিনয় করছেন বলে জানিয়েছিলেন ঊর্বশী রাউতেলা। কিন্তু অভিনেত্রীর এই ঘোষণা নাকি ভিত্তিহীন। স্বাভাবিক ভাবেই ঘোষণার পর থেকেই ঊর্বশী খবরের শিরোনামে উঠে এসেছেন।
সম্প্রতি ইনস্টাগ্রামে পারভীনের বায়োপিকের ঘোষণা করে ঊর্বশী লিখেছেন, ‘বলিউড আপনাকে ব্যর্থ করেছে, কিন্তু আমি আপনাকে গর্বিত করব পারভীন। নতুন সফরের জাদুতে বিশ্বাস রাখুন।’ চিত্রনাট্যের একটি পাতার ছবিও শেয়ার করেন অভিনেত্রী। সেখানে স্পষ্ট লেখা রয়েছে পরিচালকের নাম। সেই ভূমিকায় ওয়াসিম এস খান। ধীরাজ মিশ্র লিখেছেন চিত্রনাট্য। এর আগে ৭৬তম কান উৎসবে গিয়েও ছবিটির কথা বলেছিলেন তিনি। তার দাবি ছিল, এই ছবির ফটোকল লঞ্চের জন্যই তিনি উৎসবে এসেছেন। যদিও তখন ছবি সংশ্লিষ্ট কোনও নির্মাতা-কুশলী বা প্রযোজকের উপস্থিতি সেখানে ছিল না। জানা গেছে, পারভীন ববির বায়োপিকের খবরটি একেবারে ভিত্তিহীন। অর্থাৎ উর্বশী মিথ্যাচার করছেন। এটাই প্রথম নয়, এর আগেও সিনেমা নিয়ে মিথ্যাচার করেছেন উর্বশী। কিছু দিন আগে তিনি জানান, সুপারহিট কন্নড় ছবি ‘কানতারা’র দ্বিতীয় পর্বে অভিনয় করবেন তিনি। কিন্তু পরে তার দাবিটি মিথ্যা প্রমাণিত হয়। অনেকেই বলছেন, ‘উনি বলতেই পারতেন যে পরভীনের বায়োপিকের কথা ভাবছেন বা তার চরিত্রে অভিনয় করতে চান। কিন্তু সেটা না করে সরাসরি একটা মিথ্যে খবর ছড়িয়ে দিলেনা তিনি।
© ভোরের কাগজ 2002 – 2020
প্রকাশক : সাবের হোসেন চৌধুরী । মুদ্রাকর: তারিক সুজাত
কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, তৃতীয় তলা, ৭০ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, (নিউ সার্কুলার রোড, মালিবাগ), ঢাকা-১২১৭ ।
ফফোন: ৯৩৬০২৮৫, ৮৩৩১০৭৪ ফ্যাক্স: ৯৩৬২৭৩৪, সার্কুলেশন ও বিজ্ঞাপন : ৮৩৩১৮০৬ । ইমেইল: [email protected]