টাঙ্গাইল সদর থানাধীন আলহেরা মাদ্রাসা মোড় সংলগ্ন একটি দোকানে অভিযান চালিয়ে মো. সাইফুল ইসলাম ওরফে লাবিব (৩৮) নামে এক অনলাইন জুয়ারি ডিলারকে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এ সময় তার কাছ থেকে দুটি ৭ উইকেট অনলাইন জুয়ার আইডিসহ নগদ টাকা উদ্ধার করা হয়।
সোমবার (৫ জুন)এপিবিএন-২ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গোপন সংবাদের মাধ্যমে জানা যায় যে, অনলাইনের মাধ্যমে ৭ উইকেট অ্যাপসসহ বিভিন্ন অ্যাপসের মাধ্যমে জুয়া খেলা হচ্ছে। এরই পরিপ্রেক্ষিতে এপিবিএন-২ ময়মনসিংহের মুক্তাগাছা অপারেশন্স অ্যান্ড ইন্টেলিজেন্স শাখার একটি দল টাঙ্গাইল সদর থানাধীন আলহেরা মাদ্রাসা মোড় সংলগ্ন লাবিবের দোকানে অভিযান চালায়। এসময় দেখা যায় তার ব্যবহৃত ফোন থেকে অনলাইন জুয়া পরিচালিত হচ্ছে। এ সময় তাকে গ্রেপ্তার করাসহ তার কাছ থেকে আইডি উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে সে জানায়, দীর্ঘদিন ধরে সে নিজে অনলাইনের মাধ্যমে জুয়া খেলে ও অনলাইন জুয়ার ডিলার হিসেবে খেলা পরিচালনা করে আসছে। এছাড়া, অনলাইনের মাধ্যমে জুয়া খেলার অর্থ বিকাশ ও নগদ অ্যাপসের মাধ্যমে লেনদেন করে আসছে। গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানায় প্রকাশ্য জুয়া আইনসহ ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে।
© ভোরের কাগজ 2002 – 2020
প্রকাশক : সাবের হোসেন চৌধুরী । মুদ্রাকর: তারিক সুজাত
কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, তৃতীয় তলা, ৭০ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, (নিউ সার্কুলার রোড, মালিবাগ), ঢাকা-১২১৭ ।
ফফোন: ৯৩৬০২৮৫, ৮৩৩১০৭৪ ফ্যাক্স: ৯৩৬২৭৩৪, সার্কুলেশন ও বিজ্ঞাপন : ৮৩৩১৮০৬ । ইমেইল: [email protected]